Ajker Patrika

পিএইচপির চেয়ারম্যান সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
আপডেট : ০৭ মে ২০২৫, ২২: ২৭
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ‘সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতা বাংলাদেশ’–এর নেতারা। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ‘সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতা বাংলাদেশ’–এর নেতারা। ছবি: আজকের পত্রিকা

বিশিষ্ট শিল্পপতি, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের নামে করা মামলা ভিত্তিহীন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতা বাংলাদেশ’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘একুশে পদকপ্রাপ্ত মানবদরদি শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান শুধু সফল শিল্পপতি নন, তিনি সুফিবাদী ধার্মিক সুন্নি মুসলমান। সম্পদ তাঁকে অহংকারী করেনি, বরং সম্পদ তাঁকে বহুগুণে করেছে সহনশীল, পরোপকারী ও দানশীল। বাংলাদেশে ব্যবসায়ী সমাজের মধ্যে সৎ, দুর্নীতিমুক্ত ব্যবসায়ী সুফি মোহাম্মদ মিজানুর রহমান। পিএইচপি কোরআনের আলোসহ তাঁর বহুমুখী ও বহুমাত্রিক অবদান জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপ্ত। তাঁর বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

এ বিষয়ে পিএইচপি গ্রুপের পক্ষ থেকে জনসংযোগ কর্মকর্তা দিলশাদ আহমেদ বলেন, ‘সুফি মিজানুর রহমান বছরে ৬০০ কোটি টাকা সরকারকে রাজস্ব দিয়ে থাকেন। উনার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। শুধু হয়রানি করার উদ্দেশ্যেই উনাকে মিথ্যা তথ্যের ওপর ভর করে বানানো একটি মামলায় বিবাদী করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা হোক।’

উল্লেখ্য, পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে পিএইচপির চেয়ারম্যান মিজানুর রহমানের নামও রয়েছে। ৩ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন এম এ হাশেম রাজু নামের এক ব্যক্তি। তিনি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ বিষয়ে প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি।

পিএচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
পিএচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

মামলার বিষয়ে বাদীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের মহারানি হাসিনাকে নিয়ে মিজান সাহেবের কথাগুলো আমাদের আঘাত করেছে। এ কারণে তাঁকে মামলায় বিবাদী করা হয়েছে।’ চট্টগ্রামে থাকার পরও তিনি কীভাবে ঢাকার ঘটনায় আসামি হলেন—জানতে চাইলে তিনি শেখ হাসিনার কাছে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটির কথা আবারও উল্লেখ করেন এম এ হাশেম রাজু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত