চাঁদপুর প্রতিনিধি

বিগত ৯৭ বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরিফের পির মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আশপাশের প্রায় অর্ধশত গ্রামে ঈদ উদ্যাপন করে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। দরবার শরিফসহ আশপাশের গ্রামগুলোতে আজ শুক্রবার (৬ জুন) উদ্যাপন হচ্ছে ঈদুল আজহা।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে দরবার শরিফের দুটি ঈদগাহে আসতে শুরু করে মুসল্লিরা। শিশু থেকে শুরু করে সব বয়সী লোকজন নতুন জামা-কাপড় পরে ও সুগন্ধী মেখে ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
ঈদের নামাজের প্রথম জামাত সাদরা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন পিরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। এই জামাতে ইমামতি করেন পিরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী। দুটি ঈদ জামাতের নামাজ শেষে মোনাজাতে ইমামগণ বিশ্বের নির্যাতিত মুসলিমদের শান্তি ও সুরক্ষা এবং দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি ও করমর্দন করেন। কিছু সময় পরে দরবার শরিফ ও আশপাশের এলাকায় আল্লাহর নামে পশু কোরবানি করেন লোকজন।
গোপালগঞ্জ থেকে প্রথমবারের মতো চাঁদপুর দরবার শরিফে আগাম ঈদ করতে আসা মুসল্লি সাইফ বলেন, ‘আমি সাদ্রা দরবার শরিফে এই প্রথম ঈদের নামাজ আদায় করেছি। আমার এখানে এসে ভালোই লাগছে। সামনেও ঈদ করতে আসতে চেষ্টা করব।’
স্থানীয় যুবক রাসেল বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) দিনটি ছিল সারা পৃথিবীর জন্য আরাফার দিন, যা বাংলাদেশের জন্য বা অন্য কোনো দেশের জন্য আলাদা নয়। যেমন কেয়ামত সারা দুনিয়ায় এক দিনেই হবে। সে হিসাবে গতকাল ছিল আরাফার দিন আর আজ ঈদুল আজহার দিন। সে কারণে আমরা ঈদ পালন করছি।’
এদিকে পাশের উপজেলা ফরিদগঞ্জের টোর মুন্সীর হাট, সাচনমেঘ ও উভরামপুর গ্রামে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে অনুসারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
তবে এসব এলাকায় সরকার ঘোষিত নির্ধারিত তারিখে ঈদ উদ্যাপন করেন এমন মুসল্লির সংখ্যাও কম নয়। তাঁরা শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার নামাজ ও কোরবানি করবেন।
স্থানীয় তথ্য বলছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের মরহুম পির মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপনের প্রথা চালু করেন। এই রীতি তাঁর অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে পালন করে আসছেন। ফলে এখন সারা দেশেই এই পিরের অনুসারীর সংখ্যা বাড়ছে।
চাঁদপুর জেলায় আজ যেসব গ্রামে আগাম ঈদুল আজহা উদ্যাপন হচ্ছে সেগুলোর মধ্য রয়েছে—হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানি এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কিছুসহ অর্ধশতাধিক গ্রাম।

বিগত ৯৭ বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরিফের পির মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আশপাশের প্রায় অর্ধশত গ্রামে ঈদ উদ্যাপন করে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। দরবার শরিফসহ আশপাশের গ্রামগুলোতে আজ শুক্রবার (৬ জুন) উদ্যাপন হচ্ছে ঈদুল আজহা।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে দরবার শরিফের দুটি ঈদগাহে আসতে শুরু করে মুসল্লিরা। শিশু থেকে শুরু করে সব বয়সী লোকজন নতুন জামা-কাপড় পরে ও সুগন্ধী মেখে ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
ঈদের নামাজের প্রথম জামাত সাদরা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন পিরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। এই জামাতে ইমামতি করেন পিরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী। দুটি ঈদ জামাতের নামাজ শেষে মোনাজাতে ইমামগণ বিশ্বের নির্যাতিত মুসলিমদের শান্তি ও সুরক্ষা এবং দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি ও করমর্দন করেন। কিছু সময় পরে দরবার শরিফ ও আশপাশের এলাকায় আল্লাহর নামে পশু কোরবানি করেন লোকজন।
গোপালগঞ্জ থেকে প্রথমবারের মতো চাঁদপুর দরবার শরিফে আগাম ঈদ করতে আসা মুসল্লি সাইফ বলেন, ‘আমি সাদ্রা দরবার শরিফে এই প্রথম ঈদের নামাজ আদায় করেছি। আমার এখানে এসে ভালোই লাগছে। সামনেও ঈদ করতে আসতে চেষ্টা করব।’
স্থানীয় যুবক রাসেল বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) দিনটি ছিল সারা পৃথিবীর জন্য আরাফার দিন, যা বাংলাদেশের জন্য বা অন্য কোনো দেশের জন্য আলাদা নয়। যেমন কেয়ামত সারা দুনিয়ায় এক দিনেই হবে। সে হিসাবে গতকাল ছিল আরাফার দিন আর আজ ঈদুল আজহার দিন। সে কারণে আমরা ঈদ পালন করছি।’
এদিকে পাশের উপজেলা ফরিদগঞ্জের টোর মুন্সীর হাট, সাচনমেঘ ও উভরামপুর গ্রামে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে অনুসারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
তবে এসব এলাকায় সরকার ঘোষিত নির্ধারিত তারিখে ঈদ উদ্যাপন করেন এমন মুসল্লির সংখ্যাও কম নয়। তাঁরা শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার নামাজ ও কোরবানি করবেন।
স্থানীয় তথ্য বলছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের মরহুম পির মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপনের প্রথা চালু করেন। এই রীতি তাঁর অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে পালন করে আসছেন। ফলে এখন সারা দেশেই এই পিরের অনুসারীর সংখ্যা বাড়ছে।
চাঁদপুর জেলায় আজ যেসব গ্রামে আগাম ঈদুল আজহা উদ্যাপন হচ্ছে সেগুলোর মধ্য রয়েছে—হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানি এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কিছুসহ অর্ধশতাধিক গ্রাম।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে