
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপে জসীম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি স্ত্রীকে কুপিয়ে জখম করে ইউএনও অফিসে আত্মসমর্পণ করেছেন। তাঁর স্ত্রীর নাম ইয়াসমিন আক্তার (৩৫)। আজ মঙ্গলবার বিকেলে শীলকুপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, জসীম উদ্দিন বাঁশখালী উপজেলার গন্ডামানা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়ঘোনা এলাকার মোক্তার আহমদের ছেলে। স্ত্রী সন্তান নিয়ে শীলকুপের মাইজ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দা দিয়ে কুপিয়ে তিনি স্ত্রী ইয়াসমিন আক্তারকে জখম করেন। পরে তাঁদের সন্তান আমান উল্লাহ মা ইয়াসমিন আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
স্ত্রীকে কোপানোর সংবাদ জসীম নিজে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বিষয়টি জানার পর জসীমকে পুলিশের হাতে তুলে দেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি শফিউল কবীর বলেন, জসীম উদ্দীন নামে এক ব্যক্তি স্ত্রীকে কুপিয়ে আত্মসমর্পণ করেছে। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৫ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪৪ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে