নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নগর জামায়াতের আমিরসহ চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে তিনটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় দুটি এবং খুলশী থানায় একটি মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৪০ জনের পাশাপাশি পলাতক নগর জামায়াতের আমির শাহাজাহানসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। পুলিশের কাজে বাধাদান ও হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির আওতায় এসব মামলা হয়েছে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, একই ঘটনায় তাঁর থানায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
গত সোমবার রাতে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়। তাঁর মৃত্যু ঘিরে পরদিন মঙ্গলবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে বাদ আসর গায়েবানা জানাজার ঘোষণা দেয় জামায়াত। তাতে পুলিশের অনুমতি না থাকায় ওই দিন দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ।
এদিকে মসজিদ এলাকা ঘিরে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ স্লোগান দিতে থাকে। তাতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় জামায়াত-শিবিরের কয়েকজন ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করে।

চট্টগ্রামে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নগর জামায়াতের আমিরসহ চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে তিনটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় দুটি এবং খুলশী থানায় একটি মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৪০ জনের পাশাপাশি পলাতক নগর জামায়াতের আমির শাহাজাহানসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। পুলিশের কাজে বাধাদান ও হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির আওতায় এসব মামলা হয়েছে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, একই ঘটনায় তাঁর থানায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
গত সোমবার রাতে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়। তাঁর মৃত্যু ঘিরে পরদিন মঙ্গলবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে বাদ আসর গায়েবানা জানাজার ঘোষণা দেয় জামায়াত। তাতে পুলিশের অনুমতি না থাকায় ওই দিন দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ।
এদিকে মসজিদ এলাকা ঘিরে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ স্লোগান দিতে থাকে। তাতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় জামায়াত-শিবিরের কয়েকজন ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করে।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩৯ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে