চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় জামায়াতের ছয় কর্মী আহত হয়েছেন। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম রাত ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
এদিকে, একই বিদ্যালয়ে বেলা ১১টার দিকে ‘আলা হযরত’ নামে একটি পাঠাগারের ব্যানারে আরেকটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে চায় স্থানীয় সুন্নি জামায়াতের একটি পক্ষ। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অনুমতি না দেওয়ার পরও তারা সেখানে উপস্থিত হয় এবং চলমান জামায়াতের অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
হামলায় জামায়াতের ছয় কর্মী—মো. শাহপরান, স্বপন মিয়া, মো. আরিফ, মো. ফাহাদ, মো. এমরান ও মো. মৃদুল আহত হন। তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কচুয়া উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ বলেন, ‘আলা হযরত নামক পাঠাগারের সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে স্থানীয় সুন্নি জামাতের নেতা–কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ‘আলা হযরত’ পাঠাগারের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। জামায়াতের কর্মীরা প্রতিরোধ করেননি। আহতদের পক্ষ থেকে ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
এদিকে, হামলার প্রতিবাদে কচুয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের নেতা-কর্মীরা। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় জামায়াতের ছয় কর্মী আহত হয়েছেন। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম রাত ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
এদিকে, একই বিদ্যালয়ে বেলা ১১টার দিকে ‘আলা হযরত’ নামে একটি পাঠাগারের ব্যানারে আরেকটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে চায় স্থানীয় সুন্নি জামায়াতের একটি পক্ষ। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অনুমতি না দেওয়ার পরও তারা সেখানে উপস্থিত হয় এবং চলমান জামায়াতের অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
হামলায় জামায়াতের ছয় কর্মী—মো. শাহপরান, স্বপন মিয়া, মো. আরিফ, মো. ফাহাদ, মো. এমরান ও মো. মৃদুল আহত হন। তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কচুয়া উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ বলেন, ‘আলা হযরত নামক পাঠাগারের সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে স্থানীয় সুন্নি জামাতের নেতা–কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ‘আলা হযরত’ পাঠাগারের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। জামায়াতের কর্মীরা প্রতিরোধ করেননি। আহতদের পক্ষ থেকে ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
এদিকে, হামলার প্রতিবাদে কচুয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের নেতা-কর্মীরা। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে দুটি অতিথি পাখি হত্যার অপরাধে মো. রানা (৩০) নামের এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৭টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলা ভূমি অফিসে নিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
৩ ঘণ্টা আগে