
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় জামায়াতের ছয় কর্মী আহত হয়েছেন। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম রাত ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
এদিকে, একই বিদ্যালয়ে বেলা ১১টার দিকে ‘আলা হযরত’ নামে একটি পাঠাগারের ব্যানারে আরেকটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে চায় স্থানীয় সুন্নি জামায়াতের একটি পক্ষ। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অনুমতি না দেওয়ার পরও তারা সেখানে উপস্থিত হয় এবং চলমান জামায়াতের অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
হামলায় জামায়াতের ছয় কর্মী—মো. শাহপরান, স্বপন মিয়া, মো. আরিফ, মো. ফাহাদ, মো. এমরান ও মো. মৃদুল আহত হন। তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কচুয়া উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ বলেন, ‘আলা হযরত নামক পাঠাগারের সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে স্থানীয় সুন্নি জামাতের নেতা–কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ‘আলা হযরত’ পাঠাগারের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। জামায়াতের কর্মীরা প্রতিরোধ করেননি। আহতদের পক্ষ থেকে ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
এদিকে, হামলার প্রতিবাদে কচুয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের নেতা-কর্মীরা। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে