মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রদল নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরসরাই থানার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শেষে এ হামলা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা ছাত্রদলের নেতারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শেষে ফেরার পথে প্রতিপক্ষ হামলা চালায়। এতে পাঁচ নেতা-কর্মী আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার (৩০), মিরসরাই কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল নোমান (২৬) ও পৌরসভা ছাত্রদল নেতা সিয়াম। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু অভিযোগ করেন, নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা এ হামলা চালিয়েছেন।
উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, ‘মিরসরাই পৌর সদরে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আমরা তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। যদি তখনই ব্যবস্থা না নিতাম, আরও বড় ধরনের সংঘাত ঘটতে পারত।’
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, ক্যাম্পাসে যাঁদের ছাত্রত্ব রয়েছে, তাঁদের নিয়েই মিরসরাই কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে নেতা-কর্মীদের ওপর এমন হামলা দুঃখজনক। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে নুরুল আমিন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো সংঘাত ঘটেনি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রদল নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরসরাই থানার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শেষে এ হামলা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা ছাত্রদলের নেতারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শেষে ফেরার পথে প্রতিপক্ষ হামলা চালায়। এতে পাঁচ নেতা-কর্মী আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার (৩০), মিরসরাই কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল নোমান (২৬) ও পৌরসভা ছাত্রদল নেতা সিয়াম। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু অভিযোগ করেন, নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা এ হামলা চালিয়েছেন।
উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, ‘মিরসরাই পৌর সদরে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আমরা তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। যদি তখনই ব্যবস্থা না নিতাম, আরও বড় ধরনের সংঘাত ঘটতে পারত।’
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, ক্যাম্পাসে যাঁদের ছাত্রত্ব রয়েছে, তাঁদের নিয়েই মিরসরাই কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে নেতা-কর্মীদের ওপর এমন হামলা দুঃখজনক। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে নুরুল আমিন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো সংঘাত ঘটেনি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৬ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে