ফেনীর ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টায় ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের হিছাছড়া ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া ওয়ার্ডের বাসিন্দা পৌর শহরের ব্যবসায়ী তাজুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম রনি (২৮) ও বাঁশপাড়া ওয়ার্ডের বাসিন্দা ছলিম উল্যাহর পুত্র বাহরাইন প্রবাসী মো. সরোয়ার উদ্দিন রিকসন (২৮)।
প্রত্যক্ষদর্শী জানায়, আজ দুপুরের দিকে মোটরসাইকেলযোগে আসা রনি ও রিকসন ছাগলনাইয়া পৌরসভার ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের হিছাছড়া ব্রিজের দক্ষিণ পাশে বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রনি ও রিকসন মারা যান। স্থানীয়রা তাঁদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. ফেরদৌস জাহান শারমিন তাঁদের মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাক চালক মো. ফারুককে (২৯) গ্রেপ্তার করা হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১২ মিনিট আগে