নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ আবুল কাশেমের লাশ উদ্ধার করেছে বরিশাল ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলায় ট্যাংকারটির ইঞ্জিন বিস্ফোরিত হলে দুজন নিহত হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্পিডবোটযোগে নদীতে টহল দিচ্ছিলাম। এ সময় লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। তারপর নগরীসংলগ্ন চাঁদমারি ঘাটে নৌ পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন আগে মেঘনা পেট্রোলিয়াম লিমিডেট বরিশাল ডিপোর জন্য তেল নিয়ে চট্টগ্রাম থেকে কীর্তনখোলা নদীতে আসে জাহাজটি। এতে ১৩ লাখ লিটার অকটেন, পেট্রোল ও ডিজেল ভর্তি ছিলো। সেই তেল উত্তোলনের জন্য ইঞ্জিন চালু করলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন জাহাজের কর্মচারীরা। এই ঘটনায় স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৪) নিহত হয়েছেন। এ সময় তিন কর্মচারী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন। তারা হলেন কুতুব উদ্দিন, মো. রুবেল ও কামাল হোসেন। তাদের আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন আবুল কাশেম।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রাথমিক ধারণা জাহাজের ইঞ্জিন রুমের এয়ারকম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত।
বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন।
বরিশাল সদর নৌ থানার ওসি আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ আবুল কাশেমের লাশ উদ্ধার করেছে বরিশাল ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলায় ট্যাংকারটির ইঞ্জিন বিস্ফোরিত হলে দুজন নিহত হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্পিডবোটযোগে নদীতে টহল দিচ্ছিলাম। এ সময় লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। তারপর নগরীসংলগ্ন চাঁদমারি ঘাটে নৌ পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন আগে মেঘনা পেট্রোলিয়াম লিমিডেট বরিশাল ডিপোর জন্য তেল নিয়ে চট্টগ্রাম থেকে কীর্তনখোলা নদীতে আসে জাহাজটি। এতে ১৩ লাখ লিটার অকটেন, পেট্রোল ও ডিজেল ভর্তি ছিলো। সেই তেল উত্তোলনের জন্য ইঞ্জিন চালু করলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন জাহাজের কর্মচারীরা। এই ঘটনায় স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৪) নিহত হয়েছেন। এ সময় তিন কর্মচারী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন। তারা হলেন কুতুব উদ্দিন, মো. রুবেল ও কামাল হোসেন। তাদের আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন আবুল কাশেম।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রাথমিক ধারণা জাহাজের ইঞ্জিন রুমের এয়ারকম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত।
বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন।
বরিশাল সদর নৌ থানার ওসি আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে