সমির মল্লিক ও আকতার হোসেন দীঘিনালা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির দীঘিনালার নিভৃত পল্লি নন্দেশ্বর কার্বারিপাড়া। সবুজ ক্যানভাসের মতো দেখতে এ গ্রামে বিচিত্র ঐতিহ্যের খোঁজ মিলেছে। গ্রামের এক বাসিন্দা পূর্ণ জীবন চাকমা চার দশক ধরে মহিষের শিং থেকে তৈরি করে আসছেন বাহারি গয়না। এ গয়নার খ্যাতি ছড়িয়ে পড়েছে তিন পার্বত্য জেলায়।
উপজেলা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নন্দেশ্বর কার্বারিপাড়ায় পূর্ণ জীবন চাকমার বাড়ি। গতকাল সাতসকালে বাড়িতে গিয়ে দেখা যায়, বারান্দায় বসে শিং থেকে গয়না প্রস্তুতের কাজ করছেন তিনি। পূর্ণ জীবন জানান, ‘আমার পূর্বপুরুষেরা মহিষের শিং থেকে গয়না তৈরি করত। আমি ৪০ বছর ধরে হাতের চুড়ি, কানের দুল, আংটি ও গলার চন্দ্রা হার তৈরি করছি। কক্সবাজার, টেকনাফ থেকে মহিষের শিং সংগ্রহ করি। প্রতিটি শিংয়ের দাম ১ হাজার ২০০ টাকা। কেজিতে কিনলে প্রতি কেজি ২৫০ টাকা। গয়না বানানোর জন্য শিং কমপক্ষে ১ ইঞ্চি পুরু হতে হয়।’
সনাতন পদ্ধতিতে এ শিং থেকে হস্তচালিত কাঠের যন্ত্র দিয়ে বিভিন্ন গয়না বানান পূর্ণ। গ্রামের নারীরা চুড়ি, আংটি ও চন্দ্রা হারের আগাম অর্ডার দেন। প্রতি জোড়া চুড়ি বিক্রি হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। আংটি ২৫০ টাকা এবং চন্দ্রা হার বিক্রি হয় ৫০০ থেকে ৬০০ টাকায়। স্থানীয় লোকজনের পাশাপাশি তিন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকেও অর্ডার পাওয়া যায়।
গয়না বিক্রি করে মাসে ১০-১২ হাজার টাকা আয় করেন তিনি। পূর্ণ জীবনের সহকারী ধর্মজ্যোতি চাকমা জানান, ‘নিজেদের ঐতিহ্য রক্ষায় এ কাজ শিখছি। পাশাপাশি মজুরি হিসেবে দৈনিক ৩০০ টাকা পাই। বিবাহিত নারীদের কাছে এসব গয়নার কদর বেশি।’ পূর্ণ চাকমার ছেলে পিন্টু চাকমা জানান, ‘জন্মের পর থেকে বাবাকে দেখছি মহিষের শিং থেকে গয়না বানাতে। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। অনেকেই মহিষের শিং থেকে বানানো গয়নার ওপর সোনার পাত বসিয়ে অলংকার বানায়। এটি চাকমা সমাজে আভিজাত্যের প্রতীক। যদিও আধুনিক সময়ে কদর কমে আসছে।’
গয়না শিল্পী পূর্ণ জীবন চাকমা জানান, ‘শিং থেকে গয়না বানানো অত্যন্ত পরিশ্রমের কাজ। এক জোড়া চুড়ি বানাতে দুই ঘণ্টা সময় লাগে। আধুনিক যন্ত্র থাকলে আরও দ্রুত করা যেত। ইদানীং কাঁচামালের সংকটের কারণে চাহিদামতো গয়না বানাতে পারি না। এখন বয়স হয়ে গেছে তাই কাজও কম করতে পারি।’
খাগড়াছড়ির বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাংয়ের নির্বাহী পরিচালক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা জানান, ‘পাহাড়ি সমাজে মহিষের শিংয়ের গয়না ব্যবহারের ঐতিহ্য রয়েছে। সামন্তীয় প্রভু বা মহাজনেরা একসময় আভিজাত্যের প্রতীক হিসেবে হাতির দাঁতের গয়না ব্যবহার করতেন। হাতির দাঁত ব্যবহারের সামর্থ্য যাঁদের ছিল না, তাঁরা মহিষের শিংয়ের অলংকার ব্যবহার পরতেন। তবে বর্তমানে মহিষের শিংয়ের গয়না খুব কমই দেখা যায়।’

খাগড়াছড়ির দীঘিনালার নিভৃত পল্লি নন্দেশ্বর কার্বারিপাড়া। সবুজ ক্যানভাসের মতো দেখতে এ গ্রামে বিচিত্র ঐতিহ্যের খোঁজ মিলেছে। গ্রামের এক বাসিন্দা পূর্ণ জীবন চাকমা চার দশক ধরে মহিষের শিং থেকে তৈরি করে আসছেন বাহারি গয়না। এ গয়নার খ্যাতি ছড়িয়ে পড়েছে তিন পার্বত্য জেলায়।
উপজেলা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নন্দেশ্বর কার্বারিপাড়ায় পূর্ণ জীবন চাকমার বাড়ি। গতকাল সাতসকালে বাড়িতে গিয়ে দেখা যায়, বারান্দায় বসে শিং থেকে গয়না প্রস্তুতের কাজ করছেন তিনি। পূর্ণ জীবন জানান, ‘আমার পূর্বপুরুষেরা মহিষের শিং থেকে গয়না তৈরি করত। আমি ৪০ বছর ধরে হাতের চুড়ি, কানের দুল, আংটি ও গলার চন্দ্রা হার তৈরি করছি। কক্সবাজার, টেকনাফ থেকে মহিষের শিং সংগ্রহ করি। প্রতিটি শিংয়ের দাম ১ হাজার ২০০ টাকা। কেজিতে কিনলে প্রতি কেজি ২৫০ টাকা। গয়না বানানোর জন্য শিং কমপক্ষে ১ ইঞ্চি পুরু হতে হয়।’
সনাতন পদ্ধতিতে এ শিং থেকে হস্তচালিত কাঠের যন্ত্র দিয়ে বিভিন্ন গয়না বানান পূর্ণ। গ্রামের নারীরা চুড়ি, আংটি ও চন্দ্রা হারের আগাম অর্ডার দেন। প্রতি জোড়া চুড়ি বিক্রি হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। আংটি ২৫০ টাকা এবং চন্দ্রা হার বিক্রি হয় ৫০০ থেকে ৬০০ টাকায়। স্থানীয় লোকজনের পাশাপাশি তিন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকেও অর্ডার পাওয়া যায়।
গয়না বিক্রি করে মাসে ১০-১২ হাজার টাকা আয় করেন তিনি। পূর্ণ জীবনের সহকারী ধর্মজ্যোতি চাকমা জানান, ‘নিজেদের ঐতিহ্য রক্ষায় এ কাজ শিখছি। পাশাপাশি মজুরি হিসেবে দৈনিক ৩০০ টাকা পাই। বিবাহিত নারীদের কাছে এসব গয়নার কদর বেশি।’ পূর্ণ চাকমার ছেলে পিন্টু চাকমা জানান, ‘জন্মের পর থেকে বাবাকে দেখছি মহিষের শিং থেকে গয়না বানাতে। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। অনেকেই মহিষের শিং থেকে বানানো গয়নার ওপর সোনার পাত বসিয়ে অলংকার বানায়। এটি চাকমা সমাজে আভিজাত্যের প্রতীক। যদিও আধুনিক সময়ে কদর কমে আসছে।’
গয়না শিল্পী পূর্ণ জীবন চাকমা জানান, ‘শিং থেকে গয়না বানানো অত্যন্ত পরিশ্রমের কাজ। এক জোড়া চুড়ি বানাতে দুই ঘণ্টা সময় লাগে। আধুনিক যন্ত্র থাকলে আরও দ্রুত করা যেত। ইদানীং কাঁচামালের সংকটের কারণে চাহিদামতো গয়না বানাতে পারি না। এখন বয়স হয়ে গেছে তাই কাজও কম করতে পারি।’
খাগড়াছড়ির বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাংয়ের নির্বাহী পরিচালক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা জানান, ‘পাহাড়ি সমাজে মহিষের শিংয়ের গয়না ব্যবহারের ঐতিহ্য রয়েছে। সামন্তীয় প্রভু বা মহাজনেরা একসময় আভিজাত্যের প্রতীক হিসেবে হাতির দাঁতের গয়না ব্যবহার করতেন। হাতির দাঁত ব্যবহারের সামর্থ্য যাঁদের ছিল না, তাঁরা মহিষের শিংয়ের অলংকার ব্যবহার পরতেন। তবে বর্তমানে মহিষের শিংয়ের গয়না খুব কমই দেখা যায়।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২১ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে