নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনা প্রকোপ কমে যাওয়ায় দেড় মাস পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সাধারণ রোগীর সেবা কার্যক্রম চালু হয়েছে। রোগী ভর্তি, রুটিন অপারেশনসহ সব কার্যক্রম চলছে আগের মতোই।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, চমেকে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি কমে যাওয়া চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আগের মতো সাধারণ রোগী ভর্তি করানো হচ্ছে। রুটিন অপারেশনও চালু করা হয়েছে।
জুলাই ও আগস্টের প্রথমদিকে চমেকে ৩০০ শয্যার বিপরীতে ৩৫০ জনও করোনা রোগী ভর্তি ছিল। শয্যা না পেয়ে ফ্লোরেও রোগীর সেবা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন হাসপাতালে রোগী ভর্তি মাত্র ১৪০ জন।
সরেজমিন দেখা যায়, পটিয়া থেকে এসেছেন ৩০ বছর বয়সী সাবেকুন্নাহার। তিনি কয়েকদিন ধরে দুর্বলতায় ভুগছেন, সঙ্গে পাতলা পায়খানাও। তাঁর স্বামী আরিফুল ইসলাম ইমারজেন্সি থেকে টিকিট কেটেছেন। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
আরিফুল ইসলাম বলেন, চমেকে আনার সময় ভয়ে ছিলাম ভর্তি দেবে কি'না। কারণ প্রতিবেশি কয়েকজন বলেছিল চমেকে ভর্তি নিচ্ছে না। তারপরও চলে আসলাম। এসে দেখি তাঁরা ভর্তি দিয়েছে।
চমেকের জরুরি বিভাগের টিকিট কাউন্টার ইনচার্জ রজব আলী বলেন, করোনা আক্রান্ত রোগী কম ভর্তি হচ্ছেন। করোনা উপসর্গ রোগীও কম আসছে। এখন যা ভর্তি হচ্ছে তা নন কোভিড।
কোভিড চিকিৎসা আরও সম্প্রসারিত করতে গত ১১ জুলাই থেকে চমেক হাসপাতালে সাধারণ রোগী ভর্তি ও রুটিন অপারেশন কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। তবে জরুরি রোগী ও অপারেশন চালু রাখে হাসপাতাল করতৃপক্ষ।

করোনা প্রকোপ কমে যাওয়ায় দেড় মাস পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সাধারণ রোগীর সেবা কার্যক্রম চালু হয়েছে। রোগী ভর্তি, রুটিন অপারেশনসহ সব কার্যক্রম চলছে আগের মতোই।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, চমেকে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি কমে যাওয়া চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আগের মতো সাধারণ রোগী ভর্তি করানো হচ্ছে। রুটিন অপারেশনও চালু করা হয়েছে।
জুলাই ও আগস্টের প্রথমদিকে চমেকে ৩০০ শয্যার বিপরীতে ৩৫০ জনও করোনা রোগী ভর্তি ছিল। শয্যা না পেয়ে ফ্লোরেও রোগীর সেবা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন হাসপাতালে রোগী ভর্তি মাত্র ১৪০ জন।
সরেজমিন দেখা যায়, পটিয়া থেকে এসেছেন ৩০ বছর বয়সী সাবেকুন্নাহার। তিনি কয়েকদিন ধরে দুর্বলতায় ভুগছেন, সঙ্গে পাতলা পায়খানাও। তাঁর স্বামী আরিফুল ইসলাম ইমারজেন্সি থেকে টিকিট কেটেছেন। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
আরিফুল ইসলাম বলেন, চমেকে আনার সময় ভয়ে ছিলাম ভর্তি দেবে কি'না। কারণ প্রতিবেশি কয়েকজন বলেছিল চমেকে ভর্তি নিচ্ছে না। তারপরও চলে আসলাম। এসে দেখি তাঁরা ভর্তি দিয়েছে।
চমেকের জরুরি বিভাগের টিকিট কাউন্টার ইনচার্জ রজব আলী বলেন, করোনা আক্রান্ত রোগী কম ভর্তি হচ্ছেন। করোনা উপসর্গ রোগীও কম আসছে। এখন যা ভর্তি হচ্ছে তা নন কোভিড।
কোভিড চিকিৎসা আরও সম্প্রসারিত করতে গত ১১ জুলাই থেকে চমেক হাসপাতালে সাধারণ রোগী ভর্তি ও রুটিন অপারেশন কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। তবে জরুরি রোগী ও অপারেশন চালু রাখে হাসপাতাল করতৃপক্ষ।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে