নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে আরামিট সিমেন্টের কর্ণধারদের কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়া অন্য বিবাদীরা হলেন আরামিট সিমেন্টের চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রুকমিলা জামান (জাবেদের স্ত্রী), পরিচালক ওরাসুজ্জামান চৌধুরী (জাবেদের চাচাতো ভাই), পরিচালক খোরশেদুল আলম, মো. হাবিব উল্লাহ ও মো. শফিকুল আলম।
বিষয়টি নিশ্চত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ। তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের বিরুদ্ধে গত ২১ নভেম্বর ব্যাংক এশিয়া এই মামলা করে। মামলায় আরামিট সিমেন্টের কাছে ব্যাংকটির আগ্রাবাদ শাখার খেলাপি পাওনা উল্লেখ করা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৮৮৭ টাকা। একই সঙ্গে আরামিট গ্রুপের সম্পত্তি অন্য কারও কাছে হস্তান্তর না করারও নির্দেশ দিয়েছেন আদালত।
ব্যাংকের তথ্যমতে, কমপক্ষে এক দশক ধর ব্যাংক এশিয়ার সঙ্গে ব্যবসা করে আসছে আরামিট সিমেন্ট। প্রথম দিকে ঋণের বিপরীতে প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধের মানও ভালো ছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সপরিবারে গা ঢাকা দেয় জাবেদের পরিবার। এরপর থেকে ব্যাংকের পাওনা পরিশোধে কোনো সহযোগিতা করছেন না প্রতিষ্ঠানটির কর্ণধারেরা। টাকা আদায়ে সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই ঋণখেলাপি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবিএল) একক আধিপত্য ছিল সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের। আওয়ামী লীগের প্রায় ১৭ বছরে তাঁদের পরিবারের সদস্যরাই ব্যাংকটির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে ব্যাংকটি থেকে নামে-বেনামে বিভিন্নভাবে বড় অঙ্কের ঋণ হাতিয়ে নিয়েছে জাবেদের পরিবার। এ ছাড়া ইসলামী ব্যাংক চট্টগ্রামের জুবিলি রোড শাখার ৬০০ কোটি টাকাসহ আরামিট গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংকের কমপক্ষে ২ হাজার কোটি টাকা ঋণ আটকে গেছে।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে আরামিট সিমেন্টের কর্ণধারদের কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়া অন্য বিবাদীরা হলেন আরামিট সিমেন্টের চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রুকমিলা জামান (জাবেদের স্ত্রী), পরিচালক ওরাসুজ্জামান চৌধুরী (জাবেদের চাচাতো ভাই), পরিচালক খোরশেদুল আলম, মো. হাবিব উল্লাহ ও মো. শফিকুল আলম।
বিষয়টি নিশ্চত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ। তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের বিরুদ্ধে গত ২১ নভেম্বর ব্যাংক এশিয়া এই মামলা করে। মামলায় আরামিট সিমেন্টের কাছে ব্যাংকটির আগ্রাবাদ শাখার খেলাপি পাওনা উল্লেখ করা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৮৮৭ টাকা। একই সঙ্গে আরামিট গ্রুপের সম্পত্তি অন্য কারও কাছে হস্তান্তর না করারও নির্দেশ দিয়েছেন আদালত।
ব্যাংকের তথ্যমতে, কমপক্ষে এক দশক ধর ব্যাংক এশিয়ার সঙ্গে ব্যবসা করে আসছে আরামিট সিমেন্ট। প্রথম দিকে ঋণের বিপরীতে প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধের মানও ভালো ছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সপরিবারে গা ঢাকা দেয় জাবেদের পরিবার। এরপর থেকে ব্যাংকের পাওনা পরিশোধে কোনো সহযোগিতা করছেন না প্রতিষ্ঠানটির কর্ণধারেরা। টাকা আদায়ে সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই ঋণখেলাপি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবিএল) একক আধিপত্য ছিল সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের। আওয়ামী লীগের প্রায় ১৭ বছরে তাঁদের পরিবারের সদস্যরাই ব্যাংকটির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে ব্যাংকটি থেকে নামে-বেনামে বিভিন্নভাবে বড় অঙ্কের ঋণ হাতিয়ে নিয়েছে জাবেদের পরিবার। এ ছাড়া ইসলামী ব্যাংক চট্টগ্রামের জুবিলি রোড শাখার ৬০০ কোটি টাকাসহ আরামিট গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংকের কমপক্ষে ২ হাজার কোটি টাকা ঋণ আটকে গেছে।

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৬ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১১ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
১ ঘণ্টা আগে