নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে আরামিট সিমেন্টের কর্ণধারদের কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়া অন্য বিবাদীরা হলেন আরামিট সিমেন্টের চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রুকমিলা জামান (জাবেদের স্ত্রী), পরিচালক ওরাসুজ্জামান চৌধুরী (জাবেদের চাচাতো ভাই), পরিচালক খোরশেদুল আলম, মো. হাবিব উল্লাহ ও মো. শফিকুল আলম।
বিষয়টি নিশ্চত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ। তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের বিরুদ্ধে গত ২১ নভেম্বর ব্যাংক এশিয়া এই মামলা করে। মামলায় আরামিট সিমেন্টের কাছে ব্যাংকটির আগ্রাবাদ শাখার খেলাপি পাওনা উল্লেখ করা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৮৮৭ টাকা। একই সঙ্গে আরামিট গ্রুপের সম্পত্তি অন্য কারও কাছে হস্তান্তর না করারও নির্দেশ দিয়েছেন আদালত।
ব্যাংকের তথ্যমতে, কমপক্ষে এক দশক ধর ব্যাংক এশিয়ার সঙ্গে ব্যবসা করে আসছে আরামিট সিমেন্ট। প্রথম দিকে ঋণের বিপরীতে প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধের মানও ভালো ছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সপরিবারে গা ঢাকা দেয় জাবেদের পরিবার। এরপর থেকে ব্যাংকের পাওনা পরিশোধে কোনো সহযোগিতা করছেন না প্রতিষ্ঠানটির কর্ণধারেরা। টাকা আদায়ে সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই ঋণখেলাপি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবিএল) একক আধিপত্য ছিল সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের। আওয়ামী লীগের প্রায় ১৭ বছরে তাঁদের পরিবারের সদস্যরাই ব্যাংকটির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে ব্যাংকটি থেকে নামে-বেনামে বিভিন্নভাবে বড় অঙ্কের ঋণ হাতিয়ে নিয়েছে জাবেদের পরিবার। এ ছাড়া ইসলামী ব্যাংক চট্টগ্রামের জুবিলি রোড শাখার ৬০০ কোটি টাকাসহ আরামিট গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংকের কমপক্ষে ২ হাজার কোটি টাকা ঋণ আটকে গেছে।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে আরামিট সিমেন্টের কর্ণধারদের কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়া অন্য বিবাদীরা হলেন আরামিট সিমেন্টের চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রুকমিলা জামান (জাবেদের স্ত্রী), পরিচালক ওরাসুজ্জামান চৌধুরী (জাবেদের চাচাতো ভাই), পরিচালক খোরশেদুল আলম, মো. হাবিব উল্লাহ ও মো. শফিকুল আলম।
বিষয়টি নিশ্চত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ। তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের বিরুদ্ধে গত ২১ নভেম্বর ব্যাংক এশিয়া এই মামলা করে। মামলায় আরামিট সিমেন্টের কাছে ব্যাংকটির আগ্রাবাদ শাখার খেলাপি পাওনা উল্লেখ করা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৮৮৭ টাকা। একই সঙ্গে আরামিট গ্রুপের সম্পত্তি অন্য কারও কাছে হস্তান্তর না করারও নির্দেশ দিয়েছেন আদালত।
ব্যাংকের তথ্যমতে, কমপক্ষে এক দশক ধর ব্যাংক এশিয়ার সঙ্গে ব্যবসা করে আসছে আরামিট সিমেন্ট। প্রথম দিকে ঋণের বিপরীতে প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধের মানও ভালো ছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সপরিবারে গা ঢাকা দেয় জাবেদের পরিবার। এরপর থেকে ব্যাংকের পাওনা পরিশোধে কোনো সহযোগিতা করছেন না প্রতিষ্ঠানটির কর্ণধারেরা। টাকা আদায়ে সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই ঋণখেলাপি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবিএল) একক আধিপত্য ছিল সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের। আওয়ামী লীগের প্রায় ১৭ বছরে তাঁদের পরিবারের সদস্যরাই ব্যাংকটির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে ব্যাংকটি থেকে নামে-বেনামে বিভিন্নভাবে বড় অঙ্কের ঋণ হাতিয়ে নিয়েছে জাবেদের পরিবার। এ ছাড়া ইসলামী ব্যাংক চট্টগ্রামের জুবিলি রোড শাখার ৬০০ কোটি টাকাসহ আরামিট গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংকের কমপক্ষে ২ হাজার কোটি টাকা ঋণ আটকে গেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
১১ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
৩৭ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
৪২ মিনিট আগে