বাঁশখালী, (চট্টগ্রাম), প্রতিনিধি

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি সমর্থকদের মামলা নেওয়ায় বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে ফোন করে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় বাঁশখালী থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর আচরণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি বলে পুলিশের বিশেষ শাখার দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে সংসদ সদস্যের বিরুদ্ধে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘দেখে নেওয়ার’ হুমকির কথাও উল্লেখ করা হয়েছে।
গত রোববার চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর উপজেলা সদরে নৌকার প্রার্থী ও এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্বতন্ত্র প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান সিআইপির সমর্থকেরা। এ ঘটনায় থানায় মোস্তাফিজের এক অনুসারী বাদী হয়ে ঘটনার দিনই ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০ জনকে আসামি করে মামলা করেন। এর দুই দিন পর গত শুক্রবার মজিবরের এক অনুসারী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৫০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।
এতে ওই সময়ে স্বতন্ত্র প্রার্থীর মামলা নেওয়ায় ওসির কাছে কৈফিয়ত চান মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে তিনি বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের সরকারি নম্বরে ফোন করে গালিগালাজ করে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এরপর ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় শুক্রবার বাঁশখালী থানায় পুলিশের পক্ষ থেকে জিডি করা হয়।
ওসির সঙ্গে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের আচরণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিবেদন দেওয়ার বিষয়ে জানতে চাইলে পুলিশের কেউ কিছু বলতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একটা মিটিংয়ে আছি, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে, তাঁরা এ বিষয়ে বলতে পারবেন।’
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ বিষয়ে সোমবার সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বক্তব্যের জন্য সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি সমর্থকদের মামলা নেওয়ায় বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে ফোন করে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় বাঁশখালী থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর আচরণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি বলে পুলিশের বিশেষ শাখার দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে সংসদ সদস্যের বিরুদ্ধে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘দেখে নেওয়ার’ হুমকির কথাও উল্লেখ করা হয়েছে।
গত রোববার চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর উপজেলা সদরে নৌকার প্রার্থী ও এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্বতন্ত্র প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান সিআইপির সমর্থকেরা। এ ঘটনায় থানায় মোস্তাফিজের এক অনুসারী বাদী হয়ে ঘটনার দিনই ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০ জনকে আসামি করে মামলা করেন। এর দুই দিন পর গত শুক্রবার মজিবরের এক অনুসারী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৫০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।
এতে ওই সময়ে স্বতন্ত্র প্রার্থীর মামলা নেওয়ায় ওসির কাছে কৈফিয়ত চান মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে তিনি বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের সরকারি নম্বরে ফোন করে গালিগালাজ করে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এরপর ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় শুক্রবার বাঁশখালী থানায় পুলিশের পক্ষ থেকে জিডি করা হয়।
ওসির সঙ্গে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের আচরণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিবেদন দেওয়ার বিষয়ে জানতে চাইলে পুলিশের কেউ কিছু বলতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একটা মিটিংয়ে আছি, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে, তাঁরা এ বিষয়ে বলতে পারবেন।’
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ বিষয়ে সোমবার সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বক্তব্যের জন্য সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে