ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর মঙ্গলবার আখাউড়া সীমান্ত অভিমুখে লংমার্চ ঘোষণা করে বিজেপি। যদিও আজ সীমান্ত এলাকায় কোনো ধরনের কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।
বিজেপি সমর্থকদের লংমার্চ কর্মসূচির ঘোষণার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। আখাউড়া স্থলবন্দরেও স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি পর্যটকদের হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কোনো যাত্রীকে হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশি যাত্রীরা।
ভারত ফেরত কয়েকজন যাত্রী জানান, সোমবার যারা আগরতলায় গেছে তাদের শহরের ভেতরে কোনো হোটেল ভাড়া দেওয়া হয়নি। অনেকেই বাধ্য হয়ে শহরের বাইরে গিয়ে হোটেলে থেকেছেন।
মার্কেটে কেনাকাটা করতে গেলেও বাংলাদেশি পরিচয় পেলে কিছু বিক্রি করছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশিরা। এ ছাড়া আগরতলা ইমিগ্রেশনেও বাংলাদেশি যাত্রীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
জানতে চাইলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘ভারত ফেরত যাত্রীরা নানা অভিযোগ জানাচ্ছেন। তাদের হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না এবং ইমিগ্রেশনেও হয়রানি করা হচ্ছে। এসব কারণে মঙ্গলবার যাত্রী পারাপার সীমিত ছিল।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এ. এম. জাবের বিন জব্বার বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর মঙ্গলবার আখাউড়া সীমান্ত অভিমুখে লংমার্চ ঘোষণা করে বিজেপি। যদিও আজ সীমান্ত এলাকায় কোনো ধরনের কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।
বিজেপি সমর্থকদের লংমার্চ কর্মসূচির ঘোষণার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। আখাউড়া স্থলবন্দরেও স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি পর্যটকদের হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কোনো যাত্রীকে হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশি যাত্রীরা।
ভারত ফেরত কয়েকজন যাত্রী জানান, সোমবার যারা আগরতলায় গেছে তাদের শহরের ভেতরে কোনো হোটেল ভাড়া দেওয়া হয়নি। অনেকেই বাধ্য হয়ে শহরের বাইরে গিয়ে হোটেলে থেকেছেন।
মার্কেটে কেনাকাটা করতে গেলেও বাংলাদেশি পরিচয় পেলে কিছু বিক্রি করছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশিরা। এ ছাড়া আগরতলা ইমিগ্রেশনেও বাংলাদেশি যাত্রীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
জানতে চাইলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘ভারত ফেরত যাত্রীরা নানা অভিযোগ জানাচ্ছেন। তাদের হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না এবং ইমিগ্রেশনেও হয়রানি করা হচ্ছে। এসব কারণে মঙ্গলবার যাত্রী পারাপার সীমিত ছিল।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এ. এম. জাবের বিন জব্বার বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১৯ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২৩ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে