Ajker Patrika

রাঙ্গুনিয়ায় কৃষকের ‘গুলিবিদ্ধ’ লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় কৃষকের ‘গুলিবিদ্ধ’ লাশ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী পাহাড়ে লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের কপালে গভীর ক্ষত থাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। 

নিহত কৃষকের নাম সুমন দে শিশির (৫৫)। তিনি পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড লক্ষীছড়া গ্রামের দুর্গাচরণ দে’র ছেলে। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। কপালের মাঝখানে একটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করছি গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তবে বিষয়টি নিশ্চিতে লাশটি পরীক্ষার জন্য মর্গে পাঠানো হয়েছে।’ 

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত শিশিরের বাড়ি পদুয়া লক্ষীছড়া হলেও ত্রিপুরা সুন্দরী এলাকায় তিনি বরজ, ফল, শসাসহ নানা জাতের ফসলের খেত করেছেন। সেখানেই পাহাড়ের ওপর ছোট একটা টিনের ঘরে ফসল পাহারা দেওয়ার জন্যই থাকতেন তিনি। 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পানের বরজ থেকে ওঠানো পানগুলো পাহাড়ের ওপর টিনের ঘরটিতে একটি টুকরিতে গুছানো ছিল। সেই পানের টুকরির ওপরই পড়ে ছিল লাশটি। কপালের ঠিক মাঝখানে গভীর ক্ষত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত