
আমরা চেয়েছি পদত্যাগ, আপনি (শেখ হাসিনা) করেছেন দেশত্যাগ—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় জামায়াত ইসলামীর বিজয় র্যালি ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ১৯৭২ সালে মরহুম শেখ মুজিবুর রহমান দালাল আইনের মাধ্যমে যাঁরা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, তাঁরা রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে ১৮টি জেলায় কেস (মামলা) করা হয়েছিল। অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীতে যাঁদের রাজাকার বলে অভিহিত করা হয়েছিল, তাঁদের একজনও কিন্তু ছিলেন না।
তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনাকে দোষ দিতে চাই না। তিনি কিছু না কিছু ভালো কাজ করে গেছেন। সে ভালো কাজের মধ্যে একটি হচ্ছে—তিনি রাজাকারের তালিকা করেছিলেন, সেই তালিকায় সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগে। ৭৮ জন ছিল বিএনপি ও অন্যান্য দলের। ৩৭ জন ছিল জামায়াতের। তার মধ্যে শুধু একজন বেঁচে আছে।’
জামায়াত নেতা বলেন, ‘যারা ৩১ বছর ভোট দিতে পারেনি, গত ১৭ বছর ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব হয়নি তাদের; তারাই দাবি করেছিল, ভোটের অধিকার ফেরত পাওয়ার, তারাই দাবি করেছিল, কোটা বন্ধ করার। কিন্তু আপনি তো কোটা মানলেন না, ফলে আপনাকে গোটায় চলে যেতে হলো। আমরা চেয়েছি পদত্যাগ, আপনি করেছেন দেশত্যাগ।’
জামায়াত নেতা মুক্তিযোদ্ধা মাস্টার আবদুর গণির সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদ নাছির উদ্দিন শাহ্, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন, সাইয়েদ মোহাম্মদ আতিক জামালী, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হারুন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, নজরুল করিম, মাওলানা আবদুর রশিদ, মোহাম্মদ আনিসুল ইসলাম প্রমুখ।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৫ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে