হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া বঙ্গোপসাগরে মাছ ধরার তিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওইসব ট্রলার থেকে ৪২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘সাগরে ডুবে যাওয়া দুটি ট্রলারের মাঝিমাল্লাদের নিঝুম দ্বীপ নামার বাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামার বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘ডুবে যাওয়া দুটি ট্রলার হলো জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝির ট্রলার ও একই ঘাটের রিপন মাঝির ট্রলার। এই দুটি ট্রলারে ৩৩ জন মাঝিমাল্লা ছিলেন।’
জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন জানান, ‘সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। হঠাৎ নিঝুম দ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাদের পাশে একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করে নিঝুম দ্বীপ নামার বাজার ঘাটে নিয়ে আসি।’
তিনি আরও জানান, ‘ঘাটে আসার কিছু সময় পর অন্য একটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটিও উত্তাল সাগরে ডুবে যায়।’
এদিকে বেলা ১১টার সময় হাতিয়ার দমারচরের কাছে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। ট্রলারের মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া।
ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান, ‘ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ মাঝিমাল্লা সবাই ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।’ মোবাইলে দুর্ঘটনার বিস্তারিত জেলেরা তাঁকে জানিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার সংবাদ আসতে থাকে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।’

নোয়াখালীর হাতিয়া বঙ্গোপসাগরে মাছ ধরার তিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওইসব ট্রলার থেকে ৪২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘সাগরে ডুবে যাওয়া দুটি ট্রলারের মাঝিমাল্লাদের নিঝুম দ্বীপ নামার বাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামার বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘ডুবে যাওয়া দুটি ট্রলার হলো জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝির ট্রলার ও একই ঘাটের রিপন মাঝির ট্রলার। এই দুটি ট্রলারে ৩৩ জন মাঝিমাল্লা ছিলেন।’
জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন জানান, ‘সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। হঠাৎ নিঝুম দ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাদের পাশে একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করে নিঝুম দ্বীপ নামার বাজার ঘাটে নিয়ে আসি।’
তিনি আরও জানান, ‘ঘাটে আসার কিছু সময় পর অন্য একটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটিও উত্তাল সাগরে ডুবে যায়।’
এদিকে বেলা ১১টার সময় হাতিয়ার দমারচরের কাছে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। ট্রলারের মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া।
ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান, ‘ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ মাঝিমাল্লা সবাই ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।’ মোবাইলে দুর্ঘটনার বিস্তারিত জেলেরা তাঁকে জানিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার সংবাদ আসতে থাকে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৪ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২১ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে