চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মজুমদারকে ফুলের মালা পরিয়ে দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জাভেদ হোসেন। এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গোপন আঁতাতবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে অনেকেই বিভিন্ন তির্যক মন্তব্য ও প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে দুপুরে হাজী জাভেদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনের পরদিন বিকেলে তিনি ইউনিয়নের শাহরাস্তি (রহঃ) বাজারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে চা পান করছিলেন। এ সময় ওই এলাকায় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম মজুমদার নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে দেখে চেয়ারম্যান তাঁর গলা থেকে ফুলের মালা খুলে সভাপতির গলায় পরিয়ে দেওয়ার চেষ্টা করেন। জাভেদ হোসেন সৌজন্য দেখিয়ে উক্ত ফুলের মালা নিজে না পরে পুনরায় চেয়ারম্যানকে পরিয়ে দেন। এই সময় কে বা কারা ওই দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, নব নির্বাচিত চেয়ারম্যানকে সৌজন্য দেখাতে গিয়ে তাঁর মালা তাঁকে পরিয়ে দিয়েছি, অনেকেই বিষয়টি নিয়ে রাজনীতি করছে। যা উদ্দেশ্যপ্রণোদিত। আমি নিজে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছি। আমি ছোট বেলা হতে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।
ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, আমি নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে জাভেদ ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ইউনিয়নের একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান দেখাতে গিয়ে নিজের গলার মালা খুলে তাঁকে পরিয়ে দেয়ার চেষ্টা করি। উনি তা নিজে না পরে আমার গলায় পরিয়ে দেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে