কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ যুবদল নেতা মুবিনুর রহমান রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মুবিনুর রহমান রুবেল গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের নুরুল আলমের ছেলে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুবিনুর রহমান রুবেলকে বাড়ি থেকে আটক করে। এরপর তাঁর বাড়ি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি এলজি, ৩৪টি কার্তুজ, চারটি রাইফেলের গুলি, চারটি ধারালো দাসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে রামু থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রুবেল রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু চোরাচালান চক্রের ‘ডন’ খ্যাত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের চাচাতো ভাই। শাহীনকে ৫ জুন বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মুবিনুর রহমান রুবেলের নেতৃত্বে গত বছরের ৫ আগস্ট রাতে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে কক্সবাজারের সাংবাদিক ইব্রাহীম খলিল মামুনের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় মামুন বাদী হয়ে রুবেলকে প্রধান আসামি করে রামু থানায় মামলা দায়ের করেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৫ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৫ মিনিট আগে