চট্টগ্রামের আনোয়ারায় প্রতীক নিয়ে প্রচারণার প্রথম দিন আজ সোমবার আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করা হয়েছে। একই কারণে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উভয়কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। নইলে বিধি মতে ব্যবস্থা নেওয়া হবে।’
জানা যায়, সোমবার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে মিছিল করে চেয়ারম্যান প্রার্থী এমএ মান্নান চৌধুরীর সমর্থকেরা। বাজারের দক্ষিণ পাশে মিছিল করে কাজী মোজাম্মেল হকের অনুসারীরা। উভয় প্রার্থীর সমর্থকদের জমায়াতের কারণে সড়কে যান চলাচলের পাশাপাশি ভোগান্তির শিকার হন সাধারণ লোকজন।
পরে জন ভোগান্তি সৃষ্টির অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রামাণিক। অপরদিকে একই কারণে তাদের দশ হাজার টাকা করে জরিমানা করেন আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে