কুমিল্লা প্রতিনিধি

সাংবাদিক নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লা সদর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহারের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালতে মামলাটি করেন নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা সময় টিভির জেলা প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান।
মামলায় সংসদ সদস্য বাহার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টু ও বাহারের দেহরক্ষী দুলালের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলার বাদী সাংবাদিক বাহার রায়হান এমপি বাহারের হুমকির কারণে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। তাঁকে চিকিৎসাও নিতে হয়েছে কুমিল্লার বাইরে গিয়ে। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বাদী মামলা করেন।
কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক বাহার রায়হান সময় টিভির জেলা প্রতিনিধি ও রূপসী বাংলার ফটোসাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। ২০১৫ সালের ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সাবেক সংসদ সদস্য বাহারের হুকুমে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর গুলি ও ককটেল ছুড়ে এলাকা রণক্ষেত্রে পরিণত করা হয়। এ সময় ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে সাংবাদিক বাহারসহ বেশ কিছু লোক আহত হন। তখন সাংবাদিক বাহার আহত অবস্থায় সংঘর্ষের ভিডিওচিত্র ধারণ করছিলেন। এ সময় সাবেক সংসদ সদস্য বাহারের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সাংবাদিক বাহারকে মারধরসহ ক্যামেরা ছিনিয়ে নেন। এ ছাড়া বিভিন্ন সময় একাধিকবার তাঁর ওপর হামলা ও মানসিক নির্যাতন করা হয়।
সাংবাদিক বাহার রায়হান মামলার অভিযোগে আরও বলেন, ২০১৫ সালের ওই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হলে হত্যার হুমকি দেন সংসদ সদস্য বাহার। যে কারণে মামলা করতে দেরি হয়। এ ছাড়া কুমিল্লায় কর্মরত একাধিক সাংবাদিকের ওপর নির্যাতন মামলা হামলার অভিযোগ রয়েছে এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
এর আগে গতকাল সোমবার রাতে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহার, তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ২২৫ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা করা হয়।
এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মামলায় যাঁদের অভিযুক্ত করা হয়েছে, সরকার পতনের পর তাঁদের অনেকে এখন এলাকায় নেই। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ছাড়া সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহার, তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখসহ অন্তত ৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। কুমিল্লায় ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী নন্দনপুরে মাসুম মিয়া নামের একজন নিহতের ঘটনায় গত রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হত্যা মামলাটি করা হয়।

সাংবাদিক নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লা সদর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহারের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালতে মামলাটি করেন নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা সময় টিভির জেলা প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান।
মামলায় সংসদ সদস্য বাহার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টু ও বাহারের দেহরক্ষী দুলালের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলার বাদী সাংবাদিক বাহার রায়হান এমপি বাহারের হুমকির কারণে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। তাঁকে চিকিৎসাও নিতে হয়েছে কুমিল্লার বাইরে গিয়ে। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বাদী মামলা করেন।
কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক বাহার রায়হান সময় টিভির জেলা প্রতিনিধি ও রূপসী বাংলার ফটোসাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। ২০১৫ সালের ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সাবেক সংসদ সদস্য বাহারের হুকুমে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর গুলি ও ককটেল ছুড়ে এলাকা রণক্ষেত্রে পরিণত করা হয়। এ সময় ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে সাংবাদিক বাহারসহ বেশ কিছু লোক আহত হন। তখন সাংবাদিক বাহার আহত অবস্থায় সংঘর্ষের ভিডিওচিত্র ধারণ করছিলেন। এ সময় সাবেক সংসদ সদস্য বাহারের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সাংবাদিক বাহারকে মারধরসহ ক্যামেরা ছিনিয়ে নেন। এ ছাড়া বিভিন্ন সময় একাধিকবার তাঁর ওপর হামলা ও মানসিক নির্যাতন করা হয়।
সাংবাদিক বাহার রায়হান মামলার অভিযোগে আরও বলেন, ২০১৫ সালের ওই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হলে হত্যার হুমকি দেন সংসদ সদস্য বাহার। যে কারণে মামলা করতে দেরি হয়। এ ছাড়া কুমিল্লায় কর্মরত একাধিক সাংবাদিকের ওপর নির্যাতন মামলা হামলার অভিযোগ রয়েছে এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
এর আগে গতকাল সোমবার রাতে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহার, তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ২২৫ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা করা হয়।
এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মামলায় যাঁদের অভিযুক্ত করা হয়েছে, সরকার পতনের পর তাঁদের অনেকে এখন এলাকায় নেই। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ছাড়া সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহার, তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখসহ অন্তত ৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। কুমিল্লায় ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী নন্দনপুরে মাসুম মিয়া নামের একজন নিহতের ঘটনায় গত রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হত্যা মামলাটি করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে