সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্ত। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীর মোহাম্মদ আরমান হোসেন জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার মৃত মোতাহের হোসেনের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।
আরমান হোসেনের মূল বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় পরিবার নিয়ে বাস করছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পরিবারের বরাতে পুলিশ জানান, রাতে ছিন্নমূল বস্তি এলাকার একটি চা-দোকানে বসে চা-পান করছিলেন বিএনপি নেতা আরমান। এ সময় তাঁর মোবাইল ফোনে কল এলে তিনি কথা বলতে বলতে ঘটনাস্থল থেকে উঠে যান। চা-দোকান থেকে যাওয়ার কিছুক্ষণ পর বস্তির অদূরে অন্ধকার স্থানে তাঁর চিৎকার শোনা যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে আরমানের দুই পায়ের রগ কাটা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত দেখতে পান। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছিন্নমূল এলাকার বাসিন্দা ও যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি নয়ন বলেন, বিএনপির নেতা আরমানকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। তবে কারা খুন করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তাঁরা। যে মোবাইল ফোনে কল করে আরমানকে ডেকে নিয়ে গেছে, তাকে চিহ্নিত করতে পারলেই হত্যার সঠিক কারণ বেরিয়ে আসবে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ছুরিকাঘাতে বিএনপির নেতার হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্ত। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীর মোহাম্মদ আরমান হোসেন জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার মৃত মোতাহের হোসেনের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।
আরমান হোসেনের মূল বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় পরিবার নিয়ে বাস করছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পরিবারের বরাতে পুলিশ জানান, রাতে ছিন্নমূল বস্তি এলাকার একটি চা-দোকানে বসে চা-পান করছিলেন বিএনপি নেতা আরমান। এ সময় তাঁর মোবাইল ফোনে কল এলে তিনি কথা বলতে বলতে ঘটনাস্থল থেকে উঠে যান। চা-দোকান থেকে যাওয়ার কিছুক্ষণ পর বস্তির অদূরে অন্ধকার স্থানে তাঁর চিৎকার শোনা যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে আরমানের দুই পায়ের রগ কাটা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত দেখতে পান। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছিন্নমূল এলাকার বাসিন্দা ও যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি নয়ন বলেন, বিএনপির নেতা আরমানকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। তবে কারা খুন করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তাঁরা। যে মোবাইল ফোনে কল করে আরমানকে ডেকে নিয়ে গেছে, তাকে চিহ্নিত করতে পারলেই হত্যার সঠিক কারণ বেরিয়ে আসবে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ছুরিকাঘাতে বিএনপির নেতার হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
২৯ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৩৫ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
৪৩ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে