
হালদা নদীর পূর্বপাশের রাউজান অংশে বেড়িবাঁধ না থাকায় বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এমনকি দুর্যোগ-পরবর্তী সময়ে জমে থাকা বর্জ্য গিয়ে পড়ে নদীতে। এ অবস্থায় ক্ষয়ক্ষতি কমিয়ে নদীর জীববৈচিত্র্য রক্ষায় হালদার রাউজান অংশে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর হাটহাজারী অংশে এর আগে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ওই অংশের বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়নের ফলে বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায় জানমাল। ফলে রাউজান অংশে বেড়িবাঁধ তৈরি করলে রাউজানবাসী উপকার পাবে।
হালদাপাড়ে বসবাসকারী উরকিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়্যদ আবদুল জব্বার সোহেল বলেন, বেড়িবাঁধ না থাকায় রাউজানের মানুষ প্রতি বছর বহুমুখী ক্ষতির শিকার হয়। ক্ষতি এড়াতে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী কয়েক বছর ধরে চেষ্টা করে আসছেন নিজের উপজেলার মানুষের জানমাল রক্ষায় হালদাপাড়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের। তিনি এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সার্বক্ষণিক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন।
পাউবোর এক সূত্রে জানা গেছে, গত অর্থবছরের উন্নয়নকাজের জন্য বরাদ্দ পাওয়া পাউবোর হাতে প্রায় ৬০০ কোটি টাকার এক ফান্ড অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে। কর্তৃপক্ষ চেষ্টা করছে গুরুত্ব বিবেচনায় এই ফান্ডের একটি অংশ হালদাপাড়ের রাউজানের দিকে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে। এই প্রকল্পটি বাস্তবায়নে খরচ হতে পারে ৩২০ কোটি টাকার মতো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাউবোর বেড়িবাঁধ নির্মাণের এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। মন্ত্রণালয় এটি সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. জীবন কুমার সরকারকে প্রধান করে এই প্রকল্প বাস্তবায়নে উচ্চপর্যায়ের একটি কমিটিও গঠন করেছেন। গঠিত কমিটির সদস্যরা প্রকল্প এলাকা যেকোনো সময় পরিদর্শনে আসবেন বলেও জানা গেছে।
এ বিষয়ে পাউবোর রাঙামাটি সার্কেলের নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরা বলেন, এই প্রকল্প বাস্তবায়নে গঠিত কমিটি যেকোনো সময় প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। তাঁরা বেড়িবাঁধ না থাকার কারণে কোথায় কীভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে তা দেখে নিরূপণ করবেন। পরে পর্যবেক্ষণ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবেন।
এই প্রকৌশলী আরও বলেন, পাউবোর প্রস্তাবে আপাতত মদুনাঘাট উপজেলার উরকিরচর থেকে কাগতিয়া পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা রয়েছে। প্রকল্পের আওতায় থাকতে পারে হালদার সঙ্গে যুক্ত আটটি খাল ও পাঁচটি স্লুইচ গেট সংস্কারকাজও। এই প্রকল্প নির্মাণের কাজ শেষ হলে হালদা নদীর পাড়ের দুই উপজেলার অসংখ্য মানুষের ঘরবাড়ি, হাট-বাজার ও বিস্তীর্ণ এলাকা প্রাকৃতিক দুর্যোগ থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে