রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ভিজিডির বরাদ্দ নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। এ সময় চেয়ারম্যানের ইটভাটার শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
সভায় উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিজিডির বরাদ্দ নিয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপির সঙ্গে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর তর্ক হয়। এর মধ্যে উপজেলা পরিষদ চত্বরে লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হন শতাধিক শ্রমিক। তাঁরা সবাই ভুট্টোর মালিকানাধীন ইটভাটার শ্রমিক। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এ নিয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ফতেখাঁরকুল ইউনিয়ন থেকে আমি তিনজনের নাম ভিজিডির জন্য দিয়েছিলাম। সেগুলো চেয়ারম্যান ভুট্টো কেটে দিয়েছেন। ওই নামগুলো কেটে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং গালিগালাজ করেন। আমি এই ঘটনার বিচার চাই।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, মাসিক সমন্বয় সভায় বাগ্বিতণ্ডা স্বাভাবিক বিষয়। সংসদেও এ রকম হয়। তবে বাইরে থেকে লোক এনে পরিষদে জড়ো করাটা মোটেও কাম্য নয়।
তবে ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশে আমরা উপজেলা পরিষদে যাই। গিয়ে কিছু বহিরাগত লোকও দেখতে পাই এবং তাদের সরিয়ে দিই। কোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, মাসিক সমন্বয় সভায় এমন অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। ভিজিডির বরাদ্দ নিয়ে বাগ্বিতণ্ডার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরও বিস্তারিত জেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের রামুতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ভিজিডির বরাদ্দ নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। এ সময় চেয়ারম্যানের ইটভাটার শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
সভায় উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিজিডির বরাদ্দ নিয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপির সঙ্গে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর তর্ক হয়। এর মধ্যে উপজেলা পরিষদ চত্বরে লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হন শতাধিক শ্রমিক। তাঁরা সবাই ভুট্টোর মালিকানাধীন ইটভাটার শ্রমিক। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এ নিয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ফতেখাঁরকুল ইউনিয়ন থেকে আমি তিনজনের নাম ভিজিডির জন্য দিয়েছিলাম। সেগুলো চেয়ারম্যান ভুট্টো কেটে দিয়েছেন। ওই নামগুলো কেটে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং গালিগালাজ করেন। আমি এই ঘটনার বিচার চাই।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, মাসিক সমন্বয় সভায় বাগ্বিতণ্ডা স্বাভাবিক বিষয়। সংসদেও এ রকম হয়। তবে বাইরে থেকে লোক এনে পরিষদে জড়ো করাটা মোটেও কাম্য নয়।
তবে ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশে আমরা উপজেলা পরিষদে যাই। গিয়ে কিছু বহিরাগত লোকও দেখতে পাই এবং তাদের সরিয়ে দিই। কোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, মাসিক সমন্বয় সভায় এমন অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। ভিজিডির বরাদ্দ নিয়ে বাগ্বিতণ্ডার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরও বিস্তারিত জেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে