নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে নিখোঁজের সাত দিন পর পুকুর পাড় থেকে আইনী ওরফে আঁখি মনি (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করা হয়েছে।
আজ বুধবার ভোরে পাহাড়তলী আলম তারা পুকুরপাড় এলাকা থেকে এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি পাহাড়তলী এলাকার আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে পাহাড়তলীর আব্দুর কাজীর দীঘিরপাড় এলাকায় থাকত।
পিবিআই চট্টগ্রাম মহানগর শাখার পুলিশ সুপার নাইমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
২১ মার্চ শিশুটি নিখোঁজ হয়। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শরমিন জাহানের আদালতে স্থানীয় মো. রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে শিশুটিকে অপহরণের অভিযোগে মামলা করেন শিশুটির মা।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, বিড়াল ছানার লোভ দেখিয়ে আঁখি মনিকে অপহরণ করা হয়েছে। শিশুটি ঘটনার দিন বিকেলে আরবি পড়তে বাসা থেকে বেরিয়েছিল। এর পর থেকে নিখোঁজ ছিল সে। পরে সিসিটিভির ফুটেজে শিশুটিকে এক যুবক নিয়ে যেতে দেখা যায়।
পিবিআই পরিদর্শক মো. ইলিয়াছ জানান, শিশুটি নিখোঁজের পর পিবিআই একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে, আলম তারা পুকুরপাড়ে নিখোঁজ শিশুর মরদেহের সন্ধান পাওয়া যায়।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে নিখোঁজের সাত দিন পর পুকুর পাড় থেকে আইনী ওরফে আঁখি মনি (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করা হয়েছে।
আজ বুধবার ভোরে পাহাড়তলী আলম তারা পুকুরপাড় এলাকা থেকে এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি পাহাড়তলী এলাকার আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে পাহাড়তলীর আব্দুর কাজীর দীঘিরপাড় এলাকায় থাকত।
পিবিআই চট্টগ্রাম মহানগর শাখার পুলিশ সুপার নাইমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
২১ মার্চ শিশুটি নিখোঁজ হয়। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শরমিন জাহানের আদালতে স্থানীয় মো. রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে শিশুটিকে অপহরণের অভিযোগে মামলা করেন শিশুটির মা।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, বিড়াল ছানার লোভ দেখিয়ে আঁখি মনিকে অপহরণ করা হয়েছে। শিশুটি ঘটনার দিন বিকেলে আরবি পড়তে বাসা থেকে বেরিয়েছিল। এর পর থেকে নিখোঁজ ছিল সে। পরে সিসিটিভির ফুটেজে শিশুটিকে এক যুবক নিয়ে যেতে দেখা যায়।
পিবিআই পরিদর্শক মো. ইলিয়াছ জানান, শিশুটি নিখোঁজের পর পিবিআই একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে, আলম তারা পুকুরপাড়ে নিখোঁজ শিশুর মরদেহের সন্ধান পাওয়া যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে