নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে নিখোঁজের সাত দিন পর পুকুর পাড় থেকে আইনী ওরফে আঁখি মনি (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করা হয়েছে।
আজ বুধবার ভোরে পাহাড়তলী আলম তারা পুকুরপাড় এলাকা থেকে এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি পাহাড়তলী এলাকার আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে পাহাড়তলীর আব্দুর কাজীর দীঘিরপাড় এলাকায় থাকত।
পিবিআই চট্টগ্রাম মহানগর শাখার পুলিশ সুপার নাইমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
২১ মার্চ শিশুটি নিখোঁজ হয়। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শরমিন জাহানের আদালতে স্থানীয় মো. রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে শিশুটিকে অপহরণের অভিযোগে মামলা করেন শিশুটির মা।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, বিড়াল ছানার লোভ দেখিয়ে আঁখি মনিকে অপহরণ করা হয়েছে। শিশুটি ঘটনার দিন বিকেলে আরবি পড়তে বাসা থেকে বেরিয়েছিল। এর পর থেকে নিখোঁজ ছিল সে। পরে সিসিটিভির ফুটেজে শিশুটিকে এক যুবক নিয়ে যেতে দেখা যায়।
পিবিআই পরিদর্শক মো. ইলিয়াছ জানান, শিশুটি নিখোঁজের পর পিবিআই একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে, আলম তারা পুকুরপাড়ে নিখোঁজ শিশুর মরদেহের সন্ধান পাওয়া যায়।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে নিখোঁজের সাত দিন পর পুকুর পাড় থেকে আইনী ওরফে আঁখি মনি (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করা হয়েছে।
আজ বুধবার ভোরে পাহাড়তলী আলম তারা পুকুরপাড় এলাকা থেকে এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি পাহাড়তলী এলাকার আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে পাহাড়তলীর আব্দুর কাজীর দীঘিরপাড় এলাকায় থাকত।
পিবিআই চট্টগ্রাম মহানগর শাখার পুলিশ সুপার নাইমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
২১ মার্চ শিশুটি নিখোঁজ হয়। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শরমিন জাহানের আদালতে স্থানীয় মো. রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে শিশুটিকে অপহরণের অভিযোগে মামলা করেন শিশুটির মা।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, বিড়াল ছানার লোভ দেখিয়ে আঁখি মনিকে অপহরণ করা হয়েছে। শিশুটি ঘটনার দিন বিকেলে আরবি পড়তে বাসা থেকে বেরিয়েছিল। এর পর থেকে নিখোঁজ ছিল সে। পরে সিসিটিভির ফুটেজে শিশুটিকে এক যুবক নিয়ে যেতে দেখা যায়।
পিবিআই পরিদর্শক মো. ইলিয়াছ জানান, শিশুটি নিখোঁজের পর পিবিআই একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে, আলম তারা পুকুরপাড়ে নিখোঁজ শিশুর মরদেহের সন্ধান পাওয়া যায়।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে