নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের পেশ ইমাম ও তাঁর পরিবারের সদস্যদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাতে চর আমান উল্লাহ ইউনিয়নের সাতাশ দ্রোণ গ্রামে এ ঘটনা ঘটে বলে পরিবারের স্বজনেরা জানিয়েছেন।
নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন মো. দেলোয়ার হোসেন (৪২), মাছুমা খাতুন (৩৫) ও আবু দাউদ (৩)। হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন সাতাশ দ্রোণ জামে মসজিদের পেশ ইমাম এবং একই এলাকার বাসিন্দা।
তাঁদের আত্মীয় আহমেদ উল্লা বলেন, গতকাল রাত ১১টার দিকে দেলোয়ার হোসেনের পরিবারের লোকজন রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্ত চক্র কৌশলে আগেই তাঁদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রেখেছিল। পরে সবাই অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা শোবার ঘরের দরজা খুলে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত ৪ লাখ টাকার মালামার নিয়ে যায়।
আহমেদ উল্লা জানান, শুক্রবার সকালে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ওই ইমামের বাড়ির পাশে শ্বশুরবাড়ি। পাশের নানাবাড়িতে থাকা পাঁচ বছর শিশু এসে মা-বাবাকে ডাকলে কেউ ঘুম থেকে না ওঠায় কান্নাকাটি করতে থাকে শিশুটি। তার চিৎকারে প্রতিবেশীরা এসে অজ্ঞান অবস্থায় দেখতে পান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের পেশ ইমাম ও তাঁর পরিবারের সদস্যদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাতে চর আমান উল্লাহ ইউনিয়নের সাতাশ দ্রোণ গ্রামে এ ঘটনা ঘটে বলে পরিবারের স্বজনেরা জানিয়েছেন।
নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন মো. দেলোয়ার হোসেন (৪২), মাছুমা খাতুন (৩৫) ও আবু দাউদ (৩)। হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন সাতাশ দ্রোণ জামে মসজিদের পেশ ইমাম এবং একই এলাকার বাসিন্দা।
তাঁদের আত্মীয় আহমেদ উল্লা বলেন, গতকাল রাত ১১টার দিকে দেলোয়ার হোসেনের পরিবারের লোকজন রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্ত চক্র কৌশলে আগেই তাঁদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রেখেছিল। পরে সবাই অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা শোবার ঘরের দরজা খুলে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত ৪ লাখ টাকার মালামার নিয়ে যায়।
আহমেদ উল্লা জানান, শুক্রবার সকালে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ওই ইমামের বাড়ির পাশে শ্বশুরবাড়ি। পাশের নানাবাড়িতে থাকা পাঁচ বছর শিশু এসে মা-বাবাকে ডাকলে কেউ ঘুম থেকে না ওঠায় কান্নাকাটি করতে থাকে শিশুটি। তার চিৎকারে প্রতিবেশীরা এসে অজ্ঞান অবস্থায় দেখতে পান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে