Ajker Patrika

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ১০ গুণী ব্যক্তি

চাঁদপুর প্রতিনিধি
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ১০ গুণী ব্যক্তি
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত ১০ জন। ছবি: সংগৃহীত

দেশের ১০ গুণী ব্যক্তি পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। আজ শনিবার দুপুরে চাঁদপুরের এক রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

মহাপরিচালক বলেন, ‘দুই বছরের পুরস্কার একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ২০২৩ সালে কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণায় হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী ও চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেন পুরস্কার পাচ্ছেন। আর ২০২৪ সালে কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা এবং বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বর বিভাগে রকিব লিখন পেয়েছেন পুরস্কার।’

একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদানের আয়োজন সম্পন্ন হবে।’

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা নাম ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আয়েশা আক্তার রুপা বলেন, ‘এ মাসের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করব।’

চর্যাপদ সাহিত্য একাডেমি ২০১৯ সাল থেকে নিয়মিত পুরস্কার দিয়ে আসছে। এর আগে জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, শাহেদ কায়েস, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমানসহ অনেক গুণীজনের হাতে উঠেছে এ পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত