নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে টার্ফ (কৃত্রিম ঘাস) মাঠ দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামের এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যান গতকাল শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনার পর ওই সংঘর্ষে জড়ানো নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে নগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ও একই কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুবদলের চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও জানানো হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী ওই বিজ্ঞপ্তির বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে টার্ফ মাঠ দখল নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ওরফে ছোট মোশাররফ এবং একই কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবদল কর্মী সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান।
নিহত জুবায়ের চান্দগাঁও থানার কাজীরপোলের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন ওই টার্ফ বা কৃত্রিম ঘাসের মাঠ চলতি বছর জুনে সাবেক সিটি মেয়র উদ্বোধন করেছিলেন। গত শুক্রবার নতুন করে মাঠটিতে আবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নগর যুবদলের মোশাররফ হোসেনের অনুসারীরা। পরে দুই নেতার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চট্টগ্রামে টার্ফ (কৃত্রিম ঘাস) মাঠ দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামের এক যুবদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যান গতকাল শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনার পর ওই সংঘর্ষে জড়ানো নগর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে নগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ও একই কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুবদলের চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও জানানো হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী ওই বিজ্ঞপ্তির বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেলে নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে টার্ফ মাঠ দখল নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন ওরফে ছোট মোশাররফ এবং একই কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবদল কর্মী সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান।
নিহত জুবায়ের চান্দগাঁও থানার কাজীরপোলের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন ওই টার্ফ বা কৃত্রিম ঘাসের মাঠ চলতি বছর জুনে সাবেক সিটি মেয়র উদ্বোধন করেছিলেন। গত শুক্রবার নতুন করে মাঠটিতে আবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নগর যুবদলের মোশাররফ হোসেনের অনুসারীরা। পরে দুই নেতার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৮ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে