নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান থানায় হত্যাচেষ্টা, ভাঙচুর, নাশকতাসহ নানা অভিযোগে দায়ের হওয়া আরও তিন মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে হওয়া তিন মামলায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন পুলিশ। পরে আদালত শুনানি শেষে তিনটি মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফজলে করিমকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে আনা হয়। এ সময় নিয়মিত পুলিশের পাশাপাশি আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফজলে করিম। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তার কারণে গত ১৯ সেপ্টেম্বর তাঁকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একে একে বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

চট্টগ্রামের রাউজান থানায় হত্যাচেষ্টা, ভাঙচুর, নাশকতাসহ নানা অভিযোগে দায়ের হওয়া আরও তিন মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে হওয়া তিন মামলায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন পুলিশ। পরে আদালত শুনানি শেষে তিনটি মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফজলে করিমকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে আনা হয়। এ সময় নিয়মিত পুলিশের পাশাপাশি আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফজলে করিম। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তার কারণে গত ১৯ সেপ্টেম্বর তাঁকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একে একে বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৪ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১২ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
১৯ মিনিট আগে