সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় গত এক বছরে ছোট-বড় ৩৫টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত হয়েছেন। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে আহত হয়েছেন ২৯ শ্রমিক।
গতকাল সোমবার বিকেলে এনজিও সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) আয়োজনে জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং গ্রিভ্যান্স সংক্রান্ত তথ্য ভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন বিলস–ডিটিডিএ প্রকল্পের ওশ সেন্টারের কো–অর্ডিনেটর ফজলুল কবির মিন্টু।
প্রতিবেদনে ফজলুল কবির মিন্টু আরও উল্লেখ করেন, জাহাজ ভাঙা শিল্পে অব্যাহত দুর্ঘটনার পরও এখনো শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ বিষয়টি এখনো অবহেলিত। তবে আশার কথা হচ্ছে যে শিপইয়ার্ডগুলো এখন গ্রিন ইয়ার্ড হচ্ছে। তাই দুর্ঘটনা পূর্বের তুলনায় কমেছে। আগামীতে উন্নত প্রযুক্তি ব্যবহার হলে দুর্ঘটনা আরও কমে যাবে।
ইপসার মানব সম্পদ কেন্দ্রে স্থানীয় শ্রমিক নেতা, পেশাজীবীদের নিয়ে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর। এতে সভাপতিত্ব করেন জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত। স্বাগত বক্তব্য দেন বিলস পরিচালক কোহিনূর মাহমুদ।
সেমিনারে বক্তব্য দেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা সমাজ যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন।
আরও বক্তব্য—জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, জাহাজ ভাঙা শ্রমিক সেফটি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, সদস্যসচিব মোহাম্মদ আলী, যুগ্ম সদস্যসচিব, মোহাম্মদ ইদ্রিস, সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মানিক মন্ডল, মো. আবদুর রহিম, সাংবাদিক শেখ সালাউদ্দিন, সঞ্জয় চৌধুরী ও ইমাম হোসেন স্বপন প্রমুখ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় গত এক বছরে ছোট-বড় ৩৫টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত হয়েছেন। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে আহত হয়েছেন ২৯ শ্রমিক।
গতকাল সোমবার বিকেলে এনজিও সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) আয়োজনে জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং গ্রিভ্যান্স সংক্রান্ত তথ্য ভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন বিলস–ডিটিডিএ প্রকল্পের ওশ সেন্টারের কো–অর্ডিনেটর ফজলুল কবির মিন্টু।
প্রতিবেদনে ফজলুল কবির মিন্টু আরও উল্লেখ করেন, জাহাজ ভাঙা শিল্পে অব্যাহত দুর্ঘটনার পরও এখনো শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ বিষয়টি এখনো অবহেলিত। তবে আশার কথা হচ্ছে যে শিপইয়ার্ডগুলো এখন গ্রিন ইয়ার্ড হচ্ছে। তাই দুর্ঘটনা পূর্বের তুলনায় কমেছে। আগামীতে উন্নত প্রযুক্তি ব্যবহার হলে দুর্ঘটনা আরও কমে যাবে।
ইপসার মানব সম্পদ কেন্দ্রে স্থানীয় শ্রমিক নেতা, পেশাজীবীদের নিয়ে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর। এতে সভাপতিত্ব করেন জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত। স্বাগত বক্তব্য দেন বিলস পরিচালক কোহিনূর মাহমুদ।
সেমিনারে বক্তব্য দেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা সমাজ যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন।
আরও বক্তব্য—জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, জাহাজ ভাঙা শ্রমিক সেফটি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, সদস্যসচিব মোহাম্মদ আলী, যুগ্ম সদস্যসচিব, মোহাম্মদ ইদ্রিস, সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মানিক মন্ডল, মো. আবদুর রহিম, সাংবাদিক শেখ সালাউদ্দিন, সঞ্জয় চৌধুরী ও ইমাম হোসেন স্বপন প্রমুখ।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২৪ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে