ফেনী প্রতিনিধি

ফেনীতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমাস উদ্দিন নয়নকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার আলমাস উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি পাঁচ বছর ধরে পলাতক ছিলেন।’
র্যাব-৭ জানায়, গ্রেপ্তার আলমাস উদ্দিনের বাড়ি সদর উপজেলার পূর্ব সিলোনিয়া গ্রামে। তিনি স্থানীয় এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। পরবর্তীতে এই বিষয় ওই ছাত্রী পরিবারকে জানায়। এতে আলমাস ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবেন বলে হুমকি দেন।
২০১৯ সালের ৯ মার্চ কলেজ থেকে বাড়ি ফেরার পথে আলমাস ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই সময় ফেনী মডেল থানায় আলমাসসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানা-পুলিশ ২০১৯ সালের ১৫ মার্চ ঢাকা মহানগর থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে গ্রেপ্তার আসামি আলমাস তিন মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান।
আদালত পুলিশের প্রতিবেদন ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত ১৩ মার্চ আসামি আলমাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ফেনীর র্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

ফেনীতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমাস উদ্দিন নয়নকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার আলমাস উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি পাঁচ বছর ধরে পলাতক ছিলেন।’
র্যাব-৭ জানায়, গ্রেপ্তার আলমাস উদ্দিনের বাড়ি সদর উপজেলার পূর্ব সিলোনিয়া গ্রামে। তিনি স্থানীয় এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। পরবর্তীতে এই বিষয় ওই ছাত্রী পরিবারকে জানায়। এতে আলমাস ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবেন বলে হুমকি দেন।
২০১৯ সালের ৯ মার্চ কলেজ থেকে বাড়ি ফেরার পথে আলমাস ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই সময় ফেনী মডেল থানায় আলমাসসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানা-পুলিশ ২০১৯ সালের ১৫ মার্চ ঢাকা মহানগর থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে গ্রেপ্তার আসামি আলমাস তিন মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান।
আদালত পুলিশের প্রতিবেদন ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত ১৩ মার্চ আসামি আলমাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ফেনীর র্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ মিনিট আগে
চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
১ ঘণ্টা আগে
দেশনেত্রী খালেদা জিয়া একটা কথা বলে গেছেন—বাংলাদেশ হবে রেইনবো নেশন। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। সব রং মিলে রংধনু হয়েছে, সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।
২ ঘণ্টা আগে