চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এরশাদ (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা মহাসড়কে ‘স্টারলাইন পরিবহন’ নামের ১৫টি গাড়ি মহাসড়কে আটকে রাখে এবং ওই পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চৌদ্দগ্রামের ডাক বাংলো নামক স্থানে এ ঘটনা ঘটে।
এরশাদ পৌরসভার সোনাকাটিয়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে এরশাদ একটি ধানমাড়াই মেশিন মহাসড়কের চৌদ্দগ্রামের ডাক বাংলো নামক স্থানে পৌঁছায়। এ সময় ঢাকা থেকে ফেনীগামী বেপরোয়া গতিতে আসা ‘স্টারলাইন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে বাসটি পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা মহাসড়কে এসে ফেনী ও ঢাকামুখী ১৫টি স্টারলাইন পরিবহনের বাস অবরোধ করে রাখে। এ সময় তারা বাসটির চৌদ্দগ্রাম কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা ও মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং বিচারের আশ্বাস দিলে তারা গাড়িগুলো ছেড়ে দেয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা নিহত এরশাদের লাশ হাসপাতাল থেকে ফাঁড়িতে নিয়ে আসার পরে উত্তেজিত জনতা মহাসড়ক ব্যারিকেড দিয়ে স্টারলাইন পরিবহনের বেশ কিছু বাস আটক করে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং স্টারলাইন পরিবহন কাউন্টারের তালা খুলে দেওয়া হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এরশাদ (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা মহাসড়কে ‘স্টারলাইন পরিবহন’ নামের ১৫টি গাড়ি মহাসড়কে আটকে রাখে এবং ওই পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চৌদ্দগ্রামের ডাক বাংলো নামক স্থানে এ ঘটনা ঘটে।
এরশাদ পৌরসভার সোনাকাটিয়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে এরশাদ একটি ধানমাড়াই মেশিন মহাসড়কের চৌদ্দগ্রামের ডাক বাংলো নামক স্থানে পৌঁছায়। এ সময় ঢাকা থেকে ফেনীগামী বেপরোয়া গতিতে আসা ‘স্টারলাইন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে বাসটি পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা মহাসড়কে এসে ফেনী ও ঢাকামুখী ১৫টি স্টারলাইন পরিবহনের বাস অবরোধ করে রাখে। এ সময় তারা বাসটির চৌদ্দগ্রাম কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা ও মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং বিচারের আশ্বাস দিলে তারা গাড়িগুলো ছেড়ে দেয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা নিহত এরশাদের লাশ হাসপাতাল থেকে ফাঁড়িতে নিয়ে আসার পরে উত্তেজিত জনতা মহাসড়ক ব্যারিকেড দিয়ে স্টারলাইন পরিবহনের বেশ কিছু বাস আটক করে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং স্টারলাইন পরিবহন কাউন্টারের তালা খুলে দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে