Ajker Patrika

চট্টগ্রামে পাচারের সময় সংকটাপন্ন প্রজাতির গোরখোদক উদ্ধার, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৬: ২২
চট্টগ্রামে পাচারের সময় সংকটাপন্ন প্রজাতির গোরখোদক উদ্ধার, গ্রেপ্তার ২ 

চট্টগ্রাম নগরীতে পাচারের সময় সংকটাপন্ন প্রজাতির দুটি গোরখোদক (হগ ব্যাজার) উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা রয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন-আমজাদ হোসেন ওরফে আমজু (২৬) ও মো. শাকিব (২২)। তাঁরা নগরের বাকলিয়া থানা এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্ত থেকে শহরের দিকে আসা অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আমজাদ হোসেন বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।

উদ্ধার হওয়া গোরখোদক।ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে গোরখাদক দুটি এক ব্যক্তি চট্টগ্রামে নিয়ে আসে। কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় আসার পর বন্যপ্রাণী হাতবদল হয়। এগুলো খুলনায় নিয়ে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল।

আব্দুর রহিম বলেন, প্রাণী দুটি উদ্ধারের পর প্রথমে তাঁদের শনাক্ত করা যায়নি। পরে বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটকে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোকে গোরখোদক হিসেবে শনাক্ত করেন। তাদের মতে, ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের-আইইউসিএন’ করা তালিকা অনুযায়ী এই প্রাণী সংকটাপন্ন প্রজাতির।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত