
মায়ের জানাজা পড়তে পারেননি মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে জানাজার কিছু আগে উপস্থিত তিনি। এর আগে থেকেই জানাজার স্থানে অবস্থান নেয় পুলিশ। পরে গ্রেপ্তার এড়াতে সরে পড়েন বিএনপির ওই নেতা।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার ধুম ইউনিয়নে সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দিবাগত রাতে বিএনপি নেতা গাজী নিজাম উদ্দিনের মা মারা যান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটিকে অমানবিক বলে নিন্দা জানান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের লেজুড়বৃত্তিক হয়ে পুলিশ অমানবিক আচরণ করছে। বিরোধী দলকে দমন-পীড়ন করার জন্য পুলিশ এখন মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটি মিথ্যা মামলার আসামি করে মায়ের জানাজায় গ্রেপ্তার অভিযান চালানোর নিন্দা জানানোর ভাষা নেই।’
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মায়ের জানাজা পড়তে গেলে সাদাপোশাকধারী এবং ইউনিফর্ম পরে পুলিশ জানাজায় উপস্থিত হলে নেতা-কর্মীরা গাজী নিজাম উদ্দিনকে মানবঢাল তৈরি করে নিরাপদে নিয়ে যায়। এ ঘটনা অমানবিক।’
উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম স্বপন বলেন, ‘যে মানুষটি সব জানাজায় সামনের সারিতে লাশের সামনে দাঁড়িয়ে যেতেন, আজকে নিজের মায়ের জানাজা পড়তে পারলেন না। জানাজা শুরুর আগমুহূর্তে পুলিশ এসে হাজির হয়। একটি রাজনৈতিক মিথ্যা মামলায় আসামি করা হয়েছে গাজী নিজাম উদ্দিনকে। এই নির্মমতার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’
বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘রাজনীতির জন্য মিথ্যা মামলায় মায়ের জানাজায় পুলিশের অভিযান হয়রানি নজিরবিহীন।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতা গাজী নিজাম উদ্দিনের মা ইন্তেকাল করেছেন এ কথা আপনার কাছেই প্রথম শুনলাম। পুলিশের আটটি ইউনিট শারদীয় দুর্গোৎসবে ডিউটি করছে। কেউ যদি পাশে দিয়ে পুলিশ যেতে দেখে পালিয়ে যায় সেটা তার জানার কথা। তবে তার বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ পেলে তাকে গ্রেপ্তার করবে—এটাই স্বাভাবিক।’
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর মিরসরাইয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে ৫ অক্টোবর বিএনপির চট্টগ্রাম রোড মার্চের প্রস্তুতি সভায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রায়হান হোসেন রুমন নামে এক কিশোর নিহত হলে উভয় দল তাকে নিজেদের কর্মী বলে দাবি করে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় গাজী নিজাম উদ্দিনকে আসামি করা হয়েছে।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৪ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২০ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৬ মিনিট আগে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন।
৪০ মিনিট আগে