রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুর থেকে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম রিপু আক্তার (২২)। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপু আক্তার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জান মোহাম্মদপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের মেয়ে। ছয় মাস আগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামের মোহাম্মদ জামালের ছেলে মোহাম্মদ ইমরানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
গৃহবধূর বড় ভাই নেজামুল হক টিপু বলেন, ‘ফেসবুকে অজ্ঞাতনামা হিসেবে আমার বোনের ছবি দেখতে পাই। দ্রুত হাসপাতালে এসে বোনের লাশ দেখি। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। যৌতুকের দাবিতেই আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিব।’
রিপু আক্তারের মা মোরশেদা বেগম বলেন, ‘শাশুড়ি ফার্নিচারের জন্য প্রায়ই মেয়েকে নির্যাতন করত। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় কিছুদিনের জন্য বেড়াতে নিয়ে যাওয়ার কথা বললেও তারা দেয়নি। পরে আমি প্রায় এক সপ্তাহ মেয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে থেকে আজ (শনিবার) সকাল ৮টার দিকে বাড়ি আসি। এসেই দুপুরের দিকে শুনি তাকে (রিপু) পাওয়া যাচ্ছে না। পরে দুপুরের দিকে শুনি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়েছে। আমার মেয়ে এভাবে মরতে পারে না, তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’
এই বিষয়ে রিপু আক্তারের শ্বশুর মোহাম্মদ জামাল বলেন, ‘আমার মেয়ে অসুস্থ থাকায় সকালে আমি আর আমার স্ত্রী মেয়ের শ্বশুরবাড়ি যাই। ঘরে আমার পুত্রবধূ একা ছিল। এসে শুনতে পাই তাকে পাওয়া যাচ্ছে না। পরে শুনতে পাই আধুরপাড়া পুকুরে তার লাশ পাওয়া গেছে। তাকে আমরা নির্যাতন করতাম, বিষয়টা সঠিক নয়।’
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুর থেকে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম রিপু আক্তার (২২)। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপু আক্তার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জান মোহাম্মদপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের মেয়ে। ছয় মাস আগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামের মোহাম্মদ জামালের ছেলে মোহাম্মদ ইমরানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
গৃহবধূর বড় ভাই নেজামুল হক টিপু বলেন, ‘ফেসবুকে অজ্ঞাতনামা হিসেবে আমার বোনের ছবি দেখতে পাই। দ্রুত হাসপাতালে এসে বোনের লাশ দেখি। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। যৌতুকের দাবিতেই আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিব।’
রিপু আক্তারের মা মোরশেদা বেগম বলেন, ‘শাশুড়ি ফার্নিচারের জন্য প্রায়ই মেয়েকে নির্যাতন করত। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় কিছুদিনের জন্য বেড়াতে নিয়ে যাওয়ার কথা বললেও তারা দেয়নি। পরে আমি প্রায় এক সপ্তাহ মেয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে থেকে আজ (শনিবার) সকাল ৮টার দিকে বাড়ি আসি। এসেই দুপুরের দিকে শুনি তাকে (রিপু) পাওয়া যাচ্ছে না। পরে দুপুরের দিকে শুনি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়েছে। আমার মেয়ে এভাবে মরতে পারে না, তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’
এই বিষয়ে রিপু আক্তারের শ্বশুর মোহাম্মদ জামাল বলেন, ‘আমার মেয়ে অসুস্থ থাকায় সকালে আমি আর আমার স্ত্রী মেয়ের শ্বশুরবাড়ি যাই। ঘরে আমার পুত্রবধূ একা ছিল। এসে শুনতে পাই তাকে পাওয়া যাচ্ছে না। পরে শুনতে পাই আধুরপাড়া পুকুরে তার লাশ পাওয়া গেছে। তাকে আমরা নির্যাতন করতাম, বিষয়টা সঠিক নয়।’
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
২৫ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
২৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে