রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুর থেকে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম রিপু আক্তার (২২)। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপু আক্তার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জান মোহাম্মদপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের মেয়ে। ছয় মাস আগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামের মোহাম্মদ জামালের ছেলে মোহাম্মদ ইমরানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
গৃহবধূর বড় ভাই নেজামুল হক টিপু বলেন, ‘ফেসবুকে অজ্ঞাতনামা হিসেবে আমার বোনের ছবি দেখতে পাই। দ্রুত হাসপাতালে এসে বোনের লাশ দেখি। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। যৌতুকের দাবিতেই আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিব।’
রিপু আক্তারের মা মোরশেদা বেগম বলেন, ‘শাশুড়ি ফার্নিচারের জন্য প্রায়ই মেয়েকে নির্যাতন করত। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় কিছুদিনের জন্য বেড়াতে নিয়ে যাওয়ার কথা বললেও তারা দেয়নি। পরে আমি প্রায় এক সপ্তাহ মেয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে থেকে আজ (শনিবার) সকাল ৮টার দিকে বাড়ি আসি। এসেই দুপুরের দিকে শুনি তাকে (রিপু) পাওয়া যাচ্ছে না। পরে দুপুরের দিকে শুনি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়েছে। আমার মেয়ে এভাবে মরতে পারে না, তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’
এই বিষয়ে রিপু আক্তারের শ্বশুর মোহাম্মদ জামাল বলেন, ‘আমার মেয়ে অসুস্থ থাকায় সকালে আমি আর আমার স্ত্রী মেয়ের শ্বশুরবাড়ি যাই। ঘরে আমার পুত্রবধূ একা ছিল। এসে শুনতে পাই তাকে পাওয়া যাচ্ছে না। পরে শুনতে পাই আধুরপাড়া পুকুরে তার লাশ পাওয়া গেছে। তাকে আমরা নির্যাতন করতাম, বিষয়টা সঠিক নয়।’
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুর থেকে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম রিপু আক্তার (২২)। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপু আক্তার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জান মোহাম্মদপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের মেয়ে। ছয় মাস আগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামের মোহাম্মদ জামালের ছেলে মোহাম্মদ ইমরানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
গৃহবধূর বড় ভাই নেজামুল হক টিপু বলেন, ‘ফেসবুকে অজ্ঞাতনামা হিসেবে আমার বোনের ছবি দেখতে পাই। দ্রুত হাসপাতালে এসে বোনের লাশ দেখি। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। যৌতুকের দাবিতেই আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিব।’
রিপু আক্তারের মা মোরশেদা বেগম বলেন, ‘শাশুড়ি ফার্নিচারের জন্য প্রায়ই মেয়েকে নির্যাতন করত। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় কিছুদিনের জন্য বেড়াতে নিয়ে যাওয়ার কথা বললেও তারা দেয়নি। পরে আমি প্রায় এক সপ্তাহ মেয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে থেকে আজ (শনিবার) সকাল ৮টার দিকে বাড়ি আসি। এসেই দুপুরের দিকে শুনি তাকে (রিপু) পাওয়া যাচ্ছে না। পরে দুপুরের দিকে শুনি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়েছে। আমার মেয়ে এভাবে মরতে পারে না, তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’
এই বিষয়ে রিপু আক্তারের শ্বশুর মোহাম্মদ জামাল বলেন, ‘আমার মেয়ে অসুস্থ থাকায় সকালে আমি আর আমার স্ত্রী মেয়ের শ্বশুরবাড়ি যাই। ঘরে আমার পুত্রবধূ একা ছিল। এসে শুনতে পাই তাকে পাওয়া যাচ্ছে না। পরে শুনতে পাই আধুরপাড়া পুকুরে তার লাশ পাওয়া গেছে। তাকে আমরা নির্যাতন করতাম, বিষয়টা সঠিক নয়।’
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৪ ঘণ্টা আগে