নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করে দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম সার্কিট হাউসে গতকাল মঙ্গলবার ভোজ্যতেল এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়ে আমদানিকারক, ডিলার, ট্রেডার্স, ক্যাব, ছাত্রনেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ টাস্কফোর্স কমিটি মতবিনিময়ে এ সিদ্ধান্তের কথা জানান মেয়র।
সিটি মেয়র বলেন, নিত্যপণ্যের মধ্যে ভোজ্যতেলের দামের অস্থিরতা এখনো বন্ধ হয়নি। খুচরা দোকান থেকে ভোজ্যতেল উধাও হয়ে গেছে। রমজানের এ সময় ভোক্তারা বাড়তি দামে তেল কিনতে হিমশিম খাচ্ছেন। তাই আমদানিকারক, খাতুনগঞ্জের ব্যবসায়ী ও ভোক্তা-অধিকারের সম্মতিক্রমে প্রতি লিটার খোলা সয়াবিন মিলগেটে ১৫৩, খাতুনগঞ্জের ট্রেডার্স পর্যায়ে ১৫৫ টাকা। বাজারে প্রতি লিটার খুচরা সয়াবিন তেল সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি দামে বিক্রি করা হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ভোজ্যতেলের সংকট চলছে চট্টগ্রামে। খোলাবাজারে খুচরা তেল সর্বোচ্চ ১৬০ টাকা বিক্রি হতে পারে। ১০ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক ও চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, শুধু জনসমক্ষে দাম নির্ধারণ করে দিলেই হবে না, তেলের মিলমালিকেরা এ দাম না মানলে এবং নির্ধারণ করা দাম সামনে রেখে ডিও ইস্যু না করলে মেয়রের নির্ধারিত খোলা সয়াবিন তেলের দাম কার্যকর হবে না।

চট্টগ্রামে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করে দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম সার্কিট হাউসে গতকাল মঙ্গলবার ভোজ্যতেল এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়ে আমদানিকারক, ডিলার, ট্রেডার্স, ক্যাব, ছাত্রনেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ টাস্কফোর্স কমিটি মতবিনিময়ে এ সিদ্ধান্তের কথা জানান মেয়র।
সিটি মেয়র বলেন, নিত্যপণ্যের মধ্যে ভোজ্যতেলের দামের অস্থিরতা এখনো বন্ধ হয়নি। খুচরা দোকান থেকে ভোজ্যতেল উধাও হয়ে গেছে। রমজানের এ সময় ভোক্তারা বাড়তি দামে তেল কিনতে হিমশিম খাচ্ছেন। তাই আমদানিকারক, খাতুনগঞ্জের ব্যবসায়ী ও ভোক্তা-অধিকারের সম্মতিক্রমে প্রতি লিটার খোলা সয়াবিন মিলগেটে ১৫৩, খাতুনগঞ্জের ট্রেডার্স পর্যায়ে ১৫৫ টাকা। বাজারে প্রতি লিটার খুচরা সয়াবিন তেল সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি দামে বিক্রি করা হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ভোজ্যতেলের সংকট চলছে চট্টগ্রামে। খোলাবাজারে খুচরা তেল সর্বোচ্চ ১৬০ টাকা বিক্রি হতে পারে। ১০ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক ও চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, শুধু জনসমক্ষে দাম নির্ধারণ করে দিলেই হবে না, তেলের মিলমালিকেরা এ দাম না মানলে এবং নির্ধারণ করা দাম সামনে রেখে ডিও ইস্যু না করলে মেয়রের নির্ধারিত খোলা সয়াবিন তেলের দাম কার্যকর হবে না।

জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৫ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩০ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
৩৫ মিনিট আগে