হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
চুরির উদ্দেশ্যে গৃহবধূর ঘরে প্রবেশ করেন শ্যালক, দুলাভাইসহ তিনজন। কিন্তু চিনে ফেলায় গলা কেটে হত্যা করা হয় গৃহবধূকে। লাশ ফেলে দেওয়া হয় পুকুরে। ঘটনার এক সপ্তাহ পর হত্যায় জড়িত রাব্বী নামে একজনকে আটক করলে এসব তথ্য বেরিয়ে আসে। এর আগে গত ২৮ মে রাত ১০টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শতফুল গ্রামের আশ্রয়কেন্দ্র সংলগ্ন মো. এমরান উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ এমরান উদ্দিনের স্ত্রী। তাঁর নাম আমেনা বেগম। এ ঘটনায় আটক দুজন হলেন ভোলার চরফ্যাশন উপজেলার চরমাইনকা ইউনিয়নের আব্দুল মন্নান মাঝির ছেলে ফজলে রাব্বী ও হাতিয়ার নিঝুমদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের মো. মাধুর ছেলে আলাউদ্দিন। এদের মধ্যে রাব্বিকে গত শনিবার রাতে নিঝুমদ্বীপ থেকে আটক করে স্থানীয়রা। রাব্বীর দেওয়া তথ্যে ভোলার দৌলতখাঁ থেকে আটক করা হয় আলাউদ্দিনকে। আলাউদ্দিন রাব্বীর দুলাভাই হন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক রাব্বীকে রোববার বিকালে হাতিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতে তিনি চাঞ্চল্যকর এসব তথ্য দেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, জিজ্ঞাসাবাদে রাব্বী বেশ কিছু তথ্য দিয়েছেন। হত্যার সঙ্গে তাঁরা তিনজন জড়িত ছিলেন। মূলত চুরির উদ্দেশ্যে তাঁরা গৃহবধূর ঘরে প্রবেশ করেন। প্রতিবেশী হওয়ায় ওই নারী আলাউদ্দিনসহ দুজনকে চিনে ফেলেন। তাই তাঁকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার আগে ওই নারীর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করা হয়। পরে আঙুলের ছাপ নিশ্চিহ্ন করতে লাশ পাশের পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা।
ওসি আরও জানান, ভোলায় আটক আলাউদ্দিনকে নিয়ে আসা হলে দুজনকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে। তাতে সত্য উদ্ঘাটন আরও সহজ হবে। সোমবার যে কোনো সময় তাঁদের আদালতে পাঠানো হবে। আটক রাব্বীর বাড়ী ভোলার চরফ্যাশনে হলেও তিনি সরকার পরিবর্তনের পর থেকে নিঝুমদ্বীপে অবস্থান করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আলাউদ্দিন সম্পর্কে রাব্বীর বোনজামাই হয় বলে জানা গেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, রাব্বী ও আলাউদ্দিন দুজন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
চুরির উদ্দেশ্যে গৃহবধূর ঘরে প্রবেশ করেন শ্যালক, দুলাভাইসহ তিনজন। কিন্তু চিনে ফেলায় গলা কেটে হত্যা করা হয় গৃহবধূকে। লাশ ফেলে দেওয়া হয় পুকুরে। ঘটনার এক সপ্তাহ পর হত্যায় জড়িত রাব্বী নামে একজনকে আটক করলে এসব তথ্য বেরিয়ে আসে। এর আগে গত ২৮ মে রাত ১০টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শতফুল গ্রামের আশ্রয়কেন্দ্র সংলগ্ন মো. এমরান উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ এমরান উদ্দিনের স্ত্রী। তাঁর নাম আমেনা বেগম। এ ঘটনায় আটক দুজন হলেন ভোলার চরফ্যাশন উপজেলার চরমাইনকা ইউনিয়নের আব্দুল মন্নান মাঝির ছেলে ফজলে রাব্বী ও হাতিয়ার নিঝুমদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের মো. মাধুর ছেলে আলাউদ্দিন। এদের মধ্যে রাব্বিকে গত শনিবার রাতে নিঝুমদ্বীপ থেকে আটক করে স্থানীয়রা। রাব্বীর দেওয়া তথ্যে ভোলার দৌলতখাঁ থেকে আটক করা হয় আলাউদ্দিনকে। আলাউদ্দিন রাব্বীর দুলাভাই হন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক রাব্বীকে রোববার বিকালে হাতিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতে তিনি চাঞ্চল্যকর এসব তথ্য দেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, জিজ্ঞাসাবাদে রাব্বী বেশ কিছু তথ্য দিয়েছেন। হত্যার সঙ্গে তাঁরা তিনজন জড়িত ছিলেন। মূলত চুরির উদ্দেশ্যে তাঁরা গৃহবধূর ঘরে প্রবেশ করেন। প্রতিবেশী হওয়ায় ওই নারী আলাউদ্দিনসহ দুজনকে চিনে ফেলেন। তাই তাঁকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার আগে ওই নারীর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করা হয়। পরে আঙুলের ছাপ নিশ্চিহ্ন করতে লাশ পাশের পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা।
ওসি আরও জানান, ভোলায় আটক আলাউদ্দিনকে নিয়ে আসা হলে দুজনকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে। তাতে সত্য উদ্ঘাটন আরও সহজ হবে। সোমবার যে কোনো সময় তাঁদের আদালতে পাঠানো হবে। আটক রাব্বীর বাড়ী ভোলার চরফ্যাশনে হলেও তিনি সরকার পরিবর্তনের পর থেকে নিঝুমদ্বীপে অবস্থান করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আলাউদ্দিন সম্পর্কে রাব্বীর বোনজামাই হয় বলে জানা গেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, রাব্বী ও আলাউদ্দিন দুজন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
ভূমিকম্পপ্রবণ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১৫তম অবস্থানে জানিয়ে পরিকল্পনাবিদ তৌফিকুল আলম বলেন, দেশে সিলেট অঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ। ঢাকায় উচ্চ জনঘনত্ব, মাটি দুর্বল ও নীতিমালা না মেনেই ভবন নির্মাণের কারণে ৭.৫ মাত্রার ভূমিকম্প হলে ৫১ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হবে।
৮ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান সুজন খান (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক সুজন খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে।
৩৪ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্য প্রাণীদের নিরাপদে বিচরণের জন্য ২০২৩ সালে ট্রেন ও সড়কপথে যানবাহনের গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ করে কর্তৃপক্ষ। তবে সেই নির্দেশনা শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ। কেউই তা মেনে চলছে না।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ‘অঙ্কুরেই বিনষ্ট’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে প্রথম কিস্তিতে গাইবান্ধা সদর উপজেলায় ২টি প্রদর্শনী প্রকল্পে ৭ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ
৫ ঘণ্টা আগে