হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

চুরির উদ্দেশ্যে গৃহবধূর ঘরে প্রবেশ করেন শ্যালক, দুলাভাইসহ তিনজন। কিন্তু চিনে ফেলায় গলা কেটে হত্যা করা হয় গৃহবধূকে। লাশ ফেলে দেওয়া হয় পুকুরে। ঘটনার এক সপ্তাহ পর হত্যায় জড়িত রাব্বী নামে একজনকে আটক করলে এসব তথ্য বেরিয়ে আসে। এর আগে গত ২৮ মে রাত ১০টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শতফুল গ্রামের আশ্রয়কেন্দ্র সংলগ্ন মো. এমরান উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ এমরান উদ্দিনের স্ত্রী। তাঁর নাম আমেনা বেগম। এ ঘটনায় আটক দুজন হলেন ভোলার চরফ্যাশন উপজেলার চরমাইনকা ইউনিয়নের আব্দুল মন্নান মাঝির ছেলে ফজলে রাব্বী ও হাতিয়ার নিঝুমদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের মো. মাধুর ছেলে আলাউদ্দিন। এদের মধ্যে রাব্বিকে গত শনিবার রাতে নিঝুমদ্বীপ থেকে আটক করে স্থানীয়রা। রাব্বীর দেওয়া তথ্যে ভোলার দৌলতখাঁ থেকে আটক করা হয় আলাউদ্দিনকে। আলাউদ্দিন রাব্বীর দুলাভাই হন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক রাব্বীকে রোববার বিকালে হাতিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতে তিনি চাঞ্চল্যকর এসব তথ্য দেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, জিজ্ঞাসাবাদে রাব্বী বেশ কিছু তথ্য দিয়েছেন। হত্যার সঙ্গে তাঁরা তিনজন জড়িত ছিলেন। মূলত চুরির উদ্দেশ্যে তাঁরা গৃহবধূর ঘরে প্রবেশ করেন। প্রতিবেশী হওয়ায় ওই নারী আলাউদ্দিনসহ দুজনকে চিনে ফেলেন। তাই তাঁকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার আগে ওই নারীর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করা হয়। পরে আঙুলের ছাপ নিশ্চিহ্ন করতে লাশ পাশের পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা।
ওসি আরও জানান, ভোলায় আটক আলাউদ্দিনকে নিয়ে আসা হলে দুজনকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে। তাতে সত্য উদ্ঘাটন আরও সহজ হবে। সোমবার যে কোনো সময় তাঁদের আদালতে পাঠানো হবে। আটক রাব্বীর বাড়ী ভোলার চরফ্যাশনে হলেও তিনি সরকার পরিবর্তনের পর থেকে নিঝুমদ্বীপে অবস্থান করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আলাউদ্দিন সম্পর্কে রাব্বীর বোনজামাই হয় বলে জানা গেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, রাব্বী ও আলাউদ্দিন দুজন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

চুরির উদ্দেশ্যে গৃহবধূর ঘরে প্রবেশ করেন শ্যালক, দুলাভাইসহ তিনজন। কিন্তু চিনে ফেলায় গলা কেটে হত্যা করা হয় গৃহবধূকে। লাশ ফেলে দেওয়া হয় পুকুরে। ঘটনার এক সপ্তাহ পর হত্যায় জড়িত রাব্বী নামে একজনকে আটক করলে এসব তথ্য বেরিয়ে আসে। এর আগে গত ২৮ মে রাত ১০টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শতফুল গ্রামের আশ্রয়কেন্দ্র সংলগ্ন মো. এমরান উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ এমরান উদ্দিনের স্ত্রী। তাঁর নাম আমেনা বেগম। এ ঘটনায় আটক দুজন হলেন ভোলার চরফ্যাশন উপজেলার চরমাইনকা ইউনিয়নের আব্দুল মন্নান মাঝির ছেলে ফজলে রাব্বী ও হাতিয়ার নিঝুমদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের মো. মাধুর ছেলে আলাউদ্দিন। এদের মধ্যে রাব্বিকে গত শনিবার রাতে নিঝুমদ্বীপ থেকে আটক করে স্থানীয়রা। রাব্বীর দেওয়া তথ্যে ভোলার দৌলতখাঁ থেকে আটক করা হয় আলাউদ্দিনকে। আলাউদ্দিন রাব্বীর দুলাভাই হন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক রাব্বীকে রোববার বিকালে হাতিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতে তিনি চাঞ্চল্যকর এসব তথ্য দেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, জিজ্ঞাসাবাদে রাব্বী বেশ কিছু তথ্য দিয়েছেন। হত্যার সঙ্গে তাঁরা তিনজন জড়িত ছিলেন। মূলত চুরির উদ্দেশ্যে তাঁরা গৃহবধূর ঘরে প্রবেশ করেন। প্রতিবেশী হওয়ায় ওই নারী আলাউদ্দিনসহ দুজনকে চিনে ফেলেন। তাই তাঁকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার আগে ওই নারীর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করা হয়। পরে আঙুলের ছাপ নিশ্চিহ্ন করতে লাশ পাশের পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা।
ওসি আরও জানান, ভোলায় আটক আলাউদ্দিনকে নিয়ে আসা হলে দুজনকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে। তাতে সত্য উদ্ঘাটন আরও সহজ হবে। সোমবার যে কোনো সময় তাঁদের আদালতে পাঠানো হবে। আটক রাব্বীর বাড়ী ভোলার চরফ্যাশনে হলেও তিনি সরকার পরিবর্তনের পর থেকে নিঝুমদ্বীপে অবস্থান করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আলাউদ্দিন সম্পর্কে রাব্বীর বোনজামাই হয় বলে জানা গেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, রাব্বী ও আলাউদ্দিন দুজন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২১ মিনিট আগে
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৭ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৭ ঘণ্টা আগে