নোয়াখালীর সুবর্ণচরে প্রচণ্ড গরমে জমিতে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহিব উল্যাহ (৫২) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরমজিদ গ্রামের বাসিন্দা।
নিহতের ভাই হেদায়েত উল্যাহ বলেন, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে মহিব উল্যাহ অন্যদের সঙ্গে জমিতে বোরো ধান কাটতে যায়। এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় হাবিবীয়া বাজারে এসে নাশতা করে আবার জমিতে যায়। জমিতে ধান কাটা অবস্থায় প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শরীর খারাপ লাগে ও চোখে ঝাপসা দেখছে বলে অচেতন হয়ে জমিতে পড়ে যায় সে। পরে জমিতে থাকা অন্যদের সহায়তায় তাকে বাড়িতে এনে সেখান থেকে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যান।
তাঁর শ্যালক মোহাম্মদ ইউছুফ আমজাদ বলেন, ‘আমার বোনের জামাই সকালে তাঁর নিজের জমিতে পাকা ধান কাটতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড রোদে তিনি অসুস্থবোধ করেন। পরে অন্য লোকের সহায়তায় তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর হসপিটালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।’
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমাদের হাসপাতালে মহিব উল্যাহকে আনা হয়নি। আনলে জানা যেত হার্ট অ্যাটাক বা হিট স্ট্রোক করেছে কিনা। তারপরও খোঁজখবর নিয়ে বিস্তারিত জানতে পারব।’
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে কেউ কোনো ধরনের অভিযোগ করেনি।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে