পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের তিন নেতাকে ব্রাশ ফায়ার ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ১৪ জন আসামির নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার পাঁচ জনসহ পটিয়া থানায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি নতিভুক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার।
মামলায় আসামীরা হলেন, নজরুল ইসলাম সোহেল (৩২), মোজাম্মেল হক লিটন (৪১), আবদুর রাজ্জাক রানা (৪০), জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ (৪১), জঙ্গল খাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া (৫৬), এনাম হোসেন (৪৩), মো. করিম (৩১), মো. আলমগীর (২৯), সিরাজুল ইসলাম পাভেল (২৭), আসিফুল ইসলাম (২৩), হায়দার (৩৩), মঞ্জুরুল ইসলাম (২৪), আবদুল হামিদ (৩৫), ও মিন্টু (৩৬)।
জানা যায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ থেকে আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক ইফতার মাহফিলের দাওয়াত দিতে জঙ্গল খাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রফিক আহমদকে তাঁর বাড়িতে দাওয়াত কার্ড দিতে গিয়েছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু ও যুবলীগ নেতা ইকবাল হোসেন। ফেরার পথে বদিউল আলমের রাজনৈতিক প্রতিপক্ষ হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারীরা মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গল খাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় এ হত্যা চেষ্টার ঘটনা ঘটান। এসময় তারা আমজুর হাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে বদিউল আলমের অনুসারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু এবং যুবলীগ নেতা ইকবাল হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরতর আহত করেন।
এরপর আহতদের ফেলে রেখে সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ডি এম জমির উদ্দিন (৫৩), সাইফুল ইসলাম সাইফু (৩৭) ও ইকবাল হোসেনকে (৪০) উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, ‘বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের তিন নেতাকে ব্রাশ ফায়ার ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ১৪ জন আসামির নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার পাঁচ জনসহ পটিয়া থানায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি নতিভুক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার।
মামলায় আসামীরা হলেন, নজরুল ইসলাম সোহেল (৩২), মোজাম্মেল হক লিটন (৪১), আবদুর রাজ্জাক রানা (৪০), জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ (৪১), জঙ্গল খাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া (৫৬), এনাম হোসেন (৪৩), মো. করিম (৩১), মো. আলমগীর (২৯), সিরাজুল ইসলাম পাভেল (২৭), আসিফুল ইসলাম (২৩), হায়দার (৩৩), মঞ্জুরুল ইসলাম (২৪), আবদুল হামিদ (৩৫), ও মিন্টু (৩৬)।
জানা যায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ থেকে আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক ইফতার মাহফিলের দাওয়াত দিতে জঙ্গল খাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রফিক আহমদকে তাঁর বাড়িতে দাওয়াত কার্ড দিতে গিয়েছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু ও যুবলীগ নেতা ইকবাল হোসেন। ফেরার পথে বদিউল আলমের রাজনৈতিক প্রতিপক্ষ হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারীরা মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গল খাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় এ হত্যা চেষ্টার ঘটনা ঘটান। এসময় তারা আমজুর হাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে বদিউল আলমের অনুসারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু এবং যুবলীগ নেতা ইকবাল হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরতর আহত করেন।
এরপর আহতদের ফেলে রেখে সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ডি এম জমির উদ্দিন (৫৩), সাইফুল ইসলাম সাইফু (৩৭) ও ইকবাল হোসেনকে (৪০) উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, ‘বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে