নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির সময় ৪২ মেট্রিক টন সুগন্ধি চাল জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বাংলাদেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ। আজ বৃহস্পতিবার দুপুরে চালান দুটি জব্দ করা হয়।
নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ দুটি চালানে দুই কনটেইনার করে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব সুগন্ধি চাল সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানির চেষ্টা করে। এ দুটি চালান বিদেশে পাঠানোর দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এন আর এন্টারপ্রাইজ’। রপ্তানি এ চালান দুটি স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মেসার্স ইছাক ব্রাদার্স ডিপো লিমিটেড-এ ৪টি কন্টেইনার পণ্য চালান পাঠায় নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।
চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় যৌথভাবে কায়িক পরীক্ষা করেন। কায়িক পরীক্ষায় রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি কনটেইনারে। পণ্য চালান দুটি ফুড স্টাফ (Food Stuff) ঘোষণায় সিঙ্গাপুর এবং সৌদি আরবে পাঠানো হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে এ দুটি পণ্য চালানের বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়েছিল।
চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক আয়শা সিদ্দিকা বলেন, ফুড স্টাফ ঘোষণায় মোট ৪২ মেট্রিকটন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি চালানে। চালান দুটি একই রপ্তানিকারকের। রপ্তানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানও একই। সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ করেছিল সরকার। তাই অবৈধভাবে রপ্তানির অপচেষ্টা করায় রপ্তানি নীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির সময় ৪২ মেট্রিক টন সুগন্ধি চাল জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বাংলাদেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ। আজ বৃহস্পতিবার দুপুরে চালান দুটি জব্দ করা হয়।
নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ দুটি চালানে দুই কনটেইনার করে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব সুগন্ধি চাল সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানির চেষ্টা করে। এ দুটি চালান বিদেশে পাঠানোর দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এন আর এন্টারপ্রাইজ’। রপ্তানি এ চালান দুটি স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মেসার্স ইছাক ব্রাদার্স ডিপো লিমিটেড-এ ৪টি কন্টেইনার পণ্য চালান পাঠায় নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।
চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় যৌথভাবে কায়িক পরীক্ষা করেন। কায়িক পরীক্ষায় রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি কনটেইনারে। পণ্য চালান দুটি ফুড স্টাফ (Food Stuff) ঘোষণায় সিঙ্গাপুর এবং সৌদি আরবে পাঠানো হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে এ দুটি পণ্য চালানের বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়েছিল।
চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক আয়শা সিদ্দিকা বলেন, ফুড স্টাফ ঘোষণায় মোট ৪২ মেট্রিকটন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি চালানে। চালান দুটি একই রপ্তানিকারকের। রপ্তানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানও একই। সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ করেছিল সরকার। তাই অবৈধভাবে রপ্তানির অপচেষ্টা করায় রপ্তানি নীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে