নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির সময় ৪২ মেট্রিক টন সুগন্ধি চাল জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বাংলাদেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ। আজ বৃহস্পতিবার দুপুরে চালান দুটি জব্দ করা হয়।
নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ দুটি চালানে দুই কনটেইনার করে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব সুগন্ধি চাল সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানির চেষ্টা করে। এ দুটি চালান বিদেশে পাঠানোর দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এন আর এন্টারপ্রাইজ’। রপ্তানি এ চালান দুটি স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মেসার্স ইছাক ব্রাদার্স ডিপো লিমিটেড-এ ৪টি কন্টেইনার পণ্য চালান পাঠায় নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।
চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় যৌথভাবে কায়িক পরীক্ষা করেন। কায়িক পরীক্ষায় রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি কনটেইনারে। পণ্য চালান দুটি ফুড স্টাফ (Food Stuff) ঘোষণায় সিঙ্গাপুর এবং সৌদি আরবে পাঠানো হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে এ দুটি পণ্য চালানের বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়েছিল।
চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক আয়শা সিদ্দিকা বলেন, ফুড স্টাফ ঘোষণায় মোট ৪২ মেট্রিকটন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি চালানে। চালান দুটি একই রপ্তানিকারকের। রপ্তানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানও একই। সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ করেছিল সরকার। তাই অবৈধভাবে রপ্তানির অপচেষ্টা করায় রপ্তানি নীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির সময় ৪২ মেট্রিক টন সুগন্ধি চাল জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বাংলাদেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ। আজ বৃহস্পতিবার দুপুরে চালান দুটি জব্দ করা হয়।
নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ দুটি চালানে দুই কনটেইনার করে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব সুগন্ধি চাল সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানির চেষ্টা করে। এ দুটি চালান বিদেশে পাঠানোর দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এন আর এন্টারপ্রাইজ’। রপ্তানি এ চালান দুটি স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মেসার্স ইছাক ব্রাদার্স ডিপো লিমিটেড-এ ৪টি কন্টেইনার পণ্য চালান পাঠায় নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।
চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় যৌথভাবে কায়িক পরীক্ষা করেন। কায়িক পরীক্ষায় রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি কনটেইনারে। পণ্য চালান দুটি ফুড স্টাফ (Food Stuff) ঘোষণায় সিঙ্গাপুর এবং সৌদি আরবে পাঠানো হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে এ দুটি পণ্য চালানের বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়েছিল।
চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক আয়শা সিদ্দিকা বলেন, ফুড স্টাফ ঘোষণায় মোট ৪২ মেট্রিকটন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি চালানে। চালান দুটি একই রপ্তানিকারকের। রপ্তানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানও একই। সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ করেছিল সরকার। তাই অবৈধভাবে রপ্তানির অপচেষ্টা করায় রপ্তানি নীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৩৪ শতাংশ। এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের ফলও প্রকাশিত হয়েছে।
৭ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর বাংলাদেশ অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বিজিবি জানায়।
৪১ মিনিট আগে
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বাংগরা বাজার থানা এলাকার আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে