নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান আজ রবিবার এ আবেদন মঞ্জুর করেন।
যে দুইজনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন তাঁরা হলেন, ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের শামছুল আলমের ছেলে মো. আনোয়ার হোসেন (২৮) ও রাঙ্গুনীয়া উপজেলার দক্ষিণ রাজানগর গলচিপা এলাকার জনৈক আব্দুন নবীর ছেলে মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭) । তাঁরা মিতু হত্যার অভিযোগে পাঁচ বছর আগে স্বামী বাবুল আক্তারের দায়ের করা মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। গতকাল দুইজনকে মিতুর বাবা মোশারফ হোসেনের ১২ মে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মামলা দায়েরের পর আরেক আসামি মো. সাইদুল ইসলাম সিকদার (৪৫) ওরফে সাকুকে একই মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।
একই মামলায় এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগের মামলার আসামি ওয়াসিম ও আনোয়ারকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭ টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মটরসাইকেলযোগে তাঁরা পালিয়ে যায়। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে ঢাকায় অবস্থান করছিলেন। তার আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি চট্টগ্রামের মহানগর গোয়েন্দা পুলিশের হাত ঘুরে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বুধবার ফাইনাল রিপোর্ট দেয়া হয়। একইদিন মিতুর বাবা মোশারফ বাদি হয়ে পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম: পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান আজ রবিবার এ আবেদন মঞ্জুর করেন।
যে দুইজনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন তাঁরা হলেন, ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের শামছুল আলমের ছেলে মো. আনোয়ার হোসেন (২৮) ও রাঙ্গুনীয়া উপজেলার দক্ষিণ রাজানগর গলচিপা এলাকার জনৈক আব্দুন নবীর ছেলে মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭) । তাঁরা মিতু হত্যার অভিযোগে পাঁচ বছর আগে স্বামী বাবুল আক্তারের দায়ের করা মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। গতকাল দুইজনকে মিতুর বাবা মোশারফ হোসেনের ১২ মে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মামলা দায়েরের পর আরেক আসামি মো. সাইদুল ইসলাম সিকদার (৪৫) ওরফে সাকুকে একই মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।
একই মামলায় এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগের মামলার আসামি ওয়াসিম ও আনোয়ারকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭ টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মটরসাইকেলযোগে তাঁরা পালিয়ে যায়। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে ঢাকায় অবস্থান করছিলেন। তার আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি চট্টগ্রামের মহানগর গোয়েন্দা পুলিশের হাত ঘুরে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বুধবার ফাইনাল রিপোর্ট দেয়া হয়। একইদিন মিতুর বাবা মোশারফ বাদি হয়ে পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে