সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ডিপোতে থাকা ট্যাংকের বর্জ্য পরিষ্কার করতে নেমে পেয়ারু হাসান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় জামালের মালিকানাধীন তেলের ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত শ্রমিক মীর আহমদ (২৮), মোহাম্মদ আরিফ (২৯), মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসানকে (৩৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আহত শ্রমিক পেয়ারু হাসানের মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘বৃহস্পতিবার রাতে ট্যাংকের তলায় জমে থাকা বর্জ্য পরিষ্কারের জন্য ভেতরে নামেন এক শ্রমিক। ভেতরে কিছুক্ষণ কাজ করার পর অক্সিজেন-স্বল্পতার কারণে সেখানে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধারে আরও তিন শ্রমিক নামলে তাঁরাও অজ্ঞান হয়ে পড়েন। পরে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে থাকা চার শ্রমিককে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আহত চার শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক আহত চারজনকেই হাসপাতালে ভর্তি দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে শ্রমিক পেয়ারু হাসানের মৃত্যু হয়।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তেলের ডিপোতে শ্রমিক হতাহতের ঘটনার খবর পেয়ে রাতে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ডিপোতে থাকা ট্যাংকের বর্জ্য পরিষ্কার করতে নেমে পেয়ারু হাসান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় জামালের মালিকানাধীন তেলের ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত শ্রমিক মীর আহমদ (২৮), মোহাম্মদ আরিফ (২৯), মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসানকে (৩৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আহত শ্রমিক পেয়ারু হাসানের মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘বৃহস্পতিবার রাতে ট্যাংকের তলায় জমে থাকা বর্জ্য পরিষ্কারের জন্য ভেতরে নামেন এক শ্রমিক। ভেতরে কিছুক্ষণ কাজ করার পর অক্সিজেন-স্বল্পতার কারণে সেখানে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধারে আরও তিন শ্রমিক নামলে তাঁরাও অজ্ঞান হয়ে পড়েন। পরে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে থাকা চার শ্রমিককে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আহত চার শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক আহত চারজনকেই হাসপাতালে ভর্তি দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে শ্রমিক পেয়ারু হাসানের মৃত্যু হয়।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তেলের ডিপোতে শ্রমিক হতাহতের ঘটনার খবর পেয়ে রাতে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৮ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৮ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৪০ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে