নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সেই পাকিস্তানি বন্ধু মোহাম্মদ আমিন নদভীকে দায়িত্ব থেকে সরিয়ে দিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রশাসন। ২৩ জানুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তাঁর বন্ধু মোহাম্মদ আমিন নদভী বিশ্ববিদ্যালয়ে মোরালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে গত ২১ নভেম্বর আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এরপর ২৩ জানুয়ারি মোহাম্মদ আমিন নদভীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। আইআইইউসির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ আমিন নদভীর জায়গায় দায়িত্ব পালন করবেন শাকের আলম। এই দায়িত্ব ছাড়ার পর মোহাম্মদ আমিন নদভী ক্যাম্পাস ছেড়েছেন।
এ বিষয়ে আইআইইউসির সহ-উপাচার্য মনসুরুল মাওলা বলেন, ‘মোহাম্মদ আমিন নদভীর জায়গায় প্রফেসর শাকের আলমকে নিয়োগ দেওয়ার কথা শুনেছি। এই অবস্থায় মোহাম্মদ আমিন নদভী আইআইইউসিতে আর কোনো দায়িত্বে নেই।’
মোহাম্মদ আমিন নদভী পাকিস্তানের নাগরিক। বহুদিন ধরে বসবাস সংযুক্ত আরব আমিরাতে। ভ্রমণ ভিসায় বেড়াতে এসে চাকরি করছেন আইআইইউসিতে।
সাবেক সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দির নদভীর সঙ্গে তাঁর ছোটবেলার বন্ধুত্ব। সেই যোগসূত্রে বাংলাদেশে এসেছেন তিনি। যদিও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে চাকরি করার সুযোগ নেই। কোনো বিদেশিকে এখানে চাকরি দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। পরে কাজের ধরন অনুযায়ী ভিসাও নিতে হয়। কিন্তু এসব নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানি বন্ধুকে আইআইইউসির ক্যাম্পাস কো-অর্ডিনেটর পদে চাকরি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমপি নদভী।

আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সেই পাকিস্তানি বন্ধু মোহাম্মদ আমিন নদভীকে দায়িত্ব থেকে সরিয়ে দিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রশাসন। ২৩ জানুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তাঁর বন্ধু মোহাম্মদ আমিন নদভী বিশ্ববিদ্যালয়ে মোরালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে গত ২১ নভেম্বর আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এরপর ২৩ জানুয়ারি মোহাম্মদ আমিন নদভীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। আইআইইউসির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ আমিন নদভীর জায়গায় দায়িত্ব পালন করবেন শাকের আলম। এই দায়িত্ব ছাড়ার পর মোহাম্মদ আমিন নদভী ক্যাম্পাস ছেড়েছেন।
এ বিষয়ে আইআইইউসির সহ-উপাচার্য মনসুরুল মাওলা বলেন, ‘মোহাম্মদ আমিন নদভীর জায়গায় প্রফেসর শাকের আলমকে নিয়োগ দেওয়ার কথা শুনেছি। এই অবস্থায় মোহাম্মদ আমিন নদভী আইআইইউসিতে আর কোনো দায়িত্বে নেই।’
মোহাম্মদ আমিন নদভী পাকিস্তানের নাগরিক। বহুদিন ধরে বসবাস সংযুক্ত আরব আমিরাতে। ভ্রমণ ভিসায় বেড়াতে এসে চাকরি করছেন আইআইইউসিতে।
সাবেক সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দির নদভীর সঙ্গে তাঁর ছোটবেলার বন্ধুত্ব। সেই যোগসূত্রে বাংলাদেশে এসেছেন তিনি। যদিও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে চাকরি করার সুযোগ নেই। কোনো বিদেশিকে এখানে চাকরি দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। পরে কাজের ধরন অনুযায়ী ভিসাও নিতে হয়। কিন্তু এসব নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানি বন্ধুকে আইআইইউসির ক্যাম্পাস কো-অর্ডিনেটর পদে চাকরি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমপি নদভী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে