সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইমরানের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বরাবর এ অভিযোগ জমা দেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট নিশাত ইমরান।
অভিযোগে নিশাত ইমরান উল্লেখ করেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের পক্ষে দায়িত্ব পালনের জন্য মনোনীত পোলিং এজেন্টদের ক্রমাগত টেলিফোনে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন ইউনিয়ন পরিষদের কিছু সদস্যসহ নৌকা সমর্থিত অন্য ব্যক্তিরা। বলা হচ্ছে, যদি পোলিং এজেন্ট হিসেবে কাজ করে, তবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট নিশাত ইমরান আজকের পত্রিকাকে জানান, এই পরিস্থিতিতে তাঁদের পোলিং এজেন্ট এবং এলাকার শান্তিপ্রিয় মানুষ আতঙ্কগ্রস্ত। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে প্রশাসনিক পদক্ষেপ কামনা করেন। না হলে এমন বিরূপ ও অসহিষ্ণু পরিবেশে তাঁদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না ।
তবে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আ ম ম দিলসাদ। তিনি জানান, নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মতো কোনো কাজ তাঁদের প্রার্থীর এজেন্ট বা কর্মী-সমর্থকেরা করছেন না। বরং তাঁদের অন্য প্রার্থীর এজেন্টদের প্রতি সহযোগিতার মনোভাব দেখানোর নির্দেশনা দেওয়া হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্টদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনের নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইমরানের পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বরাবর এ অভিযোগ জমা দেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট নিশাত ইমরান।
অভিযোগে নিশাত ইমরান উল্লেখ করেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের পক্ষে দায়িত্ব পালনের জন্য মনোনীত পোলিং এজেন্টদের ক্রমাগত টেলিফোনে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন ইউনিয়ন পরিষদের কিছু সদস্যসহ নৌকা সমর্থিত অন্য ব্যক্তিরা। বলা হচ্ছে, যদি পোলিং এজেন্ট হিসেবে কাজ করে, তবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট নিশাত ইমরান আজকের পত্রিকাকে জানান, এই পরিস্থিতিতে তাঁদের পোলিং এজেন্ট এবং এলাকার শান্তিপ্রিয় মানুষ আতঙ্কগ্রস্ত। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে প্রশাসনিক পদক্ষেপ কামনা করেন। না হলে এমন বিরূপ ও অসহিষ্ণু পরিবেশে তাঁদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না ।
তবে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আ ম ম দিলসাদ। তিনি জানান, নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মতো কোনো কাজ তাঁদের প্রার্থীর এজেন্ট বা কর্মী-সমর্থকেরা করছেন না। বরং তাঁদের অন্য প্রার্থীর এজেন্টদের প্রতি সহযোগিতার মনোভাব দেখানোর নির্দেশনা দেওয়া হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্টদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনের নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে