Ajker Patrika

ইনানীতে নৌবাহিনীর জেটি ভেঙে দ্বিখণ্ডিত 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৪: ৫৫
ইনানীতে নৌবাহিনীর জেটি ভেঙে দ্বিখণ্ডিত 

কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতে নৌবাহিনীর জেটিটি ভেঙে গেছে। ঘূর্ণিঝড় ‘দানার’ প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ের চাপে একটি বার্জের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল বুধবার গভীর জেটি ঘাটটি ভেঙে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

স্থানীয়রা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে সাগর উত্তাল রয়েছে। গতকাল মধ্যরাতের পর পূর্ণ জোয়ার শুরু হয়। এতে সাগরে ঢেউয়ের প্রচণ্ড চাপে জেটিঘাটে বাঁধ সংস্কার কাজে ব্যবহৃত একটি ছোট বার্জের ধাক্কায় জেটিটি ভেঙে গেছে। এতে জেটিটির একটি অংশ ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়। 

জেটি সংলগ্ন তারকা হোটেল রয়েল টিউলিপের একজন কর্মী জানিয়েছেন, কয়েক দিন ধরে ছোট আকারের তিনটি নৌযান জেটিতে কাজ করছিল। এসব নৌযানগুলো সরিয়ে না রাখার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

 ২০২০ সালে আন্তর্জাতিক নৌ-মহড়া অনুষ্ঠানের জন্য বাংলাদেশ নৌবাহিনী জেটিটি নির্মাণ করেছিল। দীর্ঘ সমুদ্রসৈকত দ্বিখণ্ডিত করে জেটি নির্মাণের বিরুদ্ধে তখন থেকে স্থানীয় পরিবেশবাদীরা প্রতিবাদ জানিয়ে আসছিল। ২০২২ সালে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে জেটি অপসারণের জন্য উচ্চ আদালত রুল জারি করেছিলেন। আ ন ম হেলাল উদ্দিন জানান, আদালতের রুল জারির পরেও জেটি অপসারণ করা হয়নি। 

এদিকে গত বছর থেকে মিয়ানমারের অভ্যন্তরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ বন্ধ রয়েছে। এ রুটের বিকল্প হিসেবে ইনানীর এই জেটি দিয়ে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ আসা যাওয়া করছিল। আগামী ১ নভেম্বর এই জেটি দিয়ে দ্বীপে জাহাজ যাতায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত