
চট্টগ্রামে গণপূর্তের ঠিকাদারি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিতে মরিয়া হয়ে উঠেছে দুটি গ্রুপ। এ নিয়ে গত ৩০ জুন আগ্রাবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সপ্তাহজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আগ্রাবাদ গণপূর্ত এলাকায়।
ঠিকাদার ও গণপূর্তের কর্মকর্তারা জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে ঠিকাদারকে মারধর ও এক প্রকৌশলীকে হত্যার হুমকি দেন যুবলীগ নেতা এ এস এম পারভেজ ও তাঁর অনুসারীরা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পারভেজ গণপূর্ত কার্যালয়ে তাঁর একচ্ছত্র আধিপত্য হারান। সম্প্রতি সেই ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তাঁর শতাধিক অনুসারী গণপূর্তর নিচতলায় বাংলাদেশ ঠিকাদার সমিতির কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ে থাকা ঠিকাদার জাহাঙ্গীরকে মারধর করেন তাঁরা। পরে ঠিকাদার সমিতির নেতা হাসান মজুমদার শাকিল ও কাজী মাহমুদুল হাসান রনির লোকজন পাল্টা হামলা চালালে পারভেজ গ্রুপের জালাল আহত হন।
এ বিষয়ে ঠিকাদার সমিতির নেতা বলেন, পারভেজ একজন টেন্ডারবাজ ও সন্ত্রাসী। ২০২১ সালের ঘটনার পর তিনি ও তাঁর অনুসারীরা গণপূর্ত ভবনে আর আসতে পারেননি। তিন বছর পর ত্রাসের পরিবেশ সৃষ্টি করে তাঁরা আবার ঠিকাদারি ব্যবসায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।
জানতে চাইলে যুবলীগ নেতা পারভেজ বলেন, ‘আমি অনেক দিন থেকে ঠিকাদারি করি না। এখানে অনেক ঠিকাদার আমার পরিচিত থাকতে পারেন। ৩০ জুনের ঘটনায় আমি যাইনি।’
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, জালালের নেতৃত্বে ৩০ জুন এক ঠিকাদারের ওপর হামলা চালানো হয়েছে। ওই সময় জালাল নিজেও সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং জালাল, শাকিব ও মামুনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, জালাল হামলা চালাতে গিয়ে আহত হয়েছেন। হামলাকারীরা কথিত যুবলীগ নেতা এ এস এম পারভেজের অনুসারী। তবে জালালের পরিবারের দাবি, বিল নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। চিকিৎসার সুযোগ না দিয়েই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গত সপ্তাহজুড়ে আগ্রাবাদ গণপূর্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা স্বীকার করে ওসি বলেন, ‘যেখানে কোনো আশঙ্কা দেখি, সেখানে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করি।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৪ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে