
কক্সবাজারের রামুতে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল কাশেম (৪০) গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকার মৃত আলী আহমদের ছেলে। তিনি পেশায় কৃষক।
নিহতের ভাই মো. শহীদুল্লাহ বলেন, তাঁর ভাই কৃষিকাজের পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গতকাল বুধবার রাতে ডাকাত শাহীনের দলের ২০-২৫ জন সদস্য তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁকে গুলি করে হত্যা করে। আজ বৃহস্পতিবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল বলেন, রাতে গরু পাচারের সময় ডাকাত দল আবুল কাশেমকে গুলি করে হত্যা করেছে। প্রথমে ওই এলাকায় গরু পাচারকারীরা ডাকাত দলের আক্রমণের শিকার হন। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে আবুল কাশেম ঘটনাস্থলে প্রাণ হারান।
চেয়ারম্যান বাবুল আরও জানান, গত তিন মাসে গরু পাচারকে কেন্দ্র করে চারজনকে হত্যা করা হয়েছে। এতে মানুষ আতঙ্কে আছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, ২১ এপ্রিল গরু পাচারের দ্বন্দ্বে গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইঙ্গাকাটা মৌলভীরঘোনা জাফর আলম (৫২) এবং তাঁর ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) দুর্বৃত্তের কাছে প্রাণ হারান। গত ২ মাসে আরও দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে