নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দুদিনের ব্যবধানে প্রকাশ্যে কয়েক দফা ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। এরপর তৎপর হয়েছে পুলিশ। তাঁদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। গত দুদিনে আওয়ামী লীগের এক নেতাসহ ছাত্রলীগ-যুবলীগের ৬০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে আওয়ামী লীগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণসহ নানান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
গত ৩০ জানুয়ারি ভোরে চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাবেক সহসভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৎপর হয় পুলিশ।
পরে পুলিশ ওই ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় ছাত্রলীগের এক কর্মীকে ধরে ছেড়ে দেওয়ার অভিযোগে খুলশী থানার এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনার এক দিন পরে ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় নগরের পাঠানটুলী সড়কের নাজিরপোল এলাকায় ফের ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরের সদরঘাটে মিছিল প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি বলেন, মিছিলসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতির খবরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া শনিবার রাতেনগরের টাইগারপাস এলাকা থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার মো. রইছ উদ্দিন বলেন, ৭২ ঘণ্টায় পুলিশের অভিযানে এক আওয়ামী লীগ নেতাসহ ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গত রাতে আরও ২৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় সিএমপি।

চট্টগ্রাম নগরীতে দুদিনের ব্যবধানে প্রকাশ্যে কয়েক দফা ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। এরপর তৎপর হয়েছে পুলিশ। তাঁদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। গত দুদিনে আওয়ামী লীগের এক নেতাসহ ছাত্রলীগ-যুবলীগের ৬০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে আওয়ামী লীগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণসহ নানান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
গত ৩০ জানুয়ারি ভোরে চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাবেক সহসভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৎপর হয় পুলিশ।
পরে পুলিশ ওই ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় ছাত্রলীগের এক কর্মীকে ধরে ছেড়ে দেওয়ার অভিযোগে খুলশী থানার এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনার এক দিন পরে ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় নগরের পাঠানটুলী সড়কের নাজিরপোল এলাকায় ফের ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরের সদরঘাটে মিছিল প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি বলেন, মিছিলসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতির খবরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া শনিবার রাতেনগরের টাইগারপাস এলাকা থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার মো. রইছ উদ্দিন বলেন, ৭২ ঘণ্টায় পুলিশের অভিযানে এক আওয়ামী লীগ নেতাসহ ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গত রাতে আরও ২৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় সিএমপি।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে