কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

দীর্ঘ ১৩ বছর পর আগামী ৯ ডিসেম্বর (শুক্রবার) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা তোরণ নির্মাণ করেছেন। সম্মেলনস্থল বড়উঠান ইউনিয়নের ফকিরনীর হাট এলাকায় সড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে। রংবেরঙের পতাকা ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।
সম্মেলনের মাধ্যমে কারা আসছেন নেতৃত্বে—এ নিয়ে গত কয়েক দিন ধরে স্থানীয় ও নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদের নাম আলোচনায় রয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক নেতা-কর্মীরা জানান, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কর্ণফুলী আওয়ামী লীগে পরিবর্তন আসার সম্ভাবনা খুব কম। থাকবে না নতুন নেতৃত্বের চমকও। তবু ধারাবাহিকতার সম্মেলনে কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে আলোচনা-সমালোচনা।
এদিকে তৃণমূল থেকে কেন্দ্রীয় হাইকমান্ড পর্যন্ত লবিং চালিয়ে যাচ্ছেন পদপ্রত্যাশীরা। এই লক্ষ্যে ইতিমধ্যে কর্ণফুলী উপজেলার কয়েকটি ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে বলে জানান তাঁরা।
দলীয় সূত্র জানায়, ২০০৯ সালে সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলনে পাঁচ ইউনিয়নের তৃণমূল নেতা–কর্মীদের ভোটে মোহাম্মদ আলী সভাপতি ও হায়দার আলী রনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালে ওই কমিটি পূর্ণাঙ্গ করে ৫ ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৪ সালে সৈয়দ জামাল আহমেদকে সভাপতি এবং হায়দার আলী রনিকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের অ্যাডহক কমিটি ঘোষণা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
এ সময় অ্যাডহক কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রম চললেও পূর্ণাঙ্গ করতে সেই সময়ে বেগ পেতে হয় উপজেলা আওয়ামী লীগকে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে পাঁচ ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। ২০১৮ সালে নতুন উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। কমিটিতে ফারুক চৌধুরীকে সভাপতি ও হায়দার আলী রণিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এই সম্মেলনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
তিনি বলেন, ‘সম্মেলনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দলকে গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বে যাঁরাই আসবেন, সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হাতকে শক্তিশালী করতে।’

দীর্ঘ ১৩ বছর পর আগামী ৯ ডিসেম্বর (শুক্রবার) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা তোরণ নির্মাণ করেছেন। সম্মেলনস্থল বড়উঠান ইউনিয়নের ফকিরনীর হাট এলাকায় সড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে। রংবেরঙের পতাকা ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।
সম্মেলনের মাধ্যমে কারা আসছেন নেতৃত্বে—এ নিয়ে গত কয়েক দিন ধরে স্থানীয় ও নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদের নাম আলোচনায় রয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক নেতা-কর্মীরা জানান, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কর্ণফুলী আওয়ামী লীগে পরিবর্তন আসার সম্ভাবনা খুব কম। থাকবে না নতুন নেতৃত্বের চমকও। তবু ধারাবাহিকতার সম্মেলনে কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে আলোচনা-সমালোচনা।
এদিকে তৃণমূল থেকে কেন্দ্রীয় হাইকমান্ড পর্যন্ত লবিং চালিয়ে যাচ্ছেন পদপ্রত্যাশীরা। এই লক্ষ্যে ইতিমধ্যে কর্ণফুলী উপজেলার কয়েকটি ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে বলে জানান তাঁরা।
দলীয় সূত্র জানায়, ২০০৯ সালে সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলনে পাঁচ ইউনিয়নের তৃণমূল নেতা–কর্মীদের ভোটে মোহাম্মদ আলী সভাপতি ও হায়দার আলী রনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালে ওই কমিটি পূর্ণাঙ্গ করে ৫ ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৪ সালে সৈয়দ জামাল আহমেদকে সভাপতি এবং হায়দার আলী রনিকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের অ্যাডহক কমিটি ঘোষণা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
এ সময় অ্যাডহক কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রম চললেও পূর্ণাঙ্গ করতে সেই সময়ে বেগ পেতে হয় উপজেলা আওয়ামী লীগকে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে পাঁচ ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। ২০১৮ সালে নতুন উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। কমিটিতে ফারুক চৌধুরীকে সভাপতি ও হায়দার আলী রণিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এই সম্মেলনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
তিনি বলেন, ‘সম্মেলনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দলকে গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বে যাঁরাই আসবেন, সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হাতকে শক্তিশালী করতে।’

রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১৭ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে