নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নালা সংস্কারকাজে যে বাজেট দেওয়া হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘৫ কোটি টাকা দেওয়া হয়েছে নালা পরিষ্কারের জন্য, আড়াই কোটি বক্স-কালভার্টের জন্য। সংস্কারকাজের জন্য এই ৮-১০ কোটি টাকাই দেওয়া হয়েছে। এর চাইতে বেশি কিছু দেয়নি। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য।’
‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত এসব কথা বলেন। জনসংযোগ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে আজ শনিবার সকালে চসিক মিলনায়তনে এই সেমিনার হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম, আমাদের ৩০০ কোটি টাকার মেশিনারিজ টুলস দেন। কিন্তু এসব যন্ত্রপাতি আমাদের দেওয়া হয়নি। জলাবদ্ধতা দূরীকরণের জন্য এসব মেশিনারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরকারি জিনিস। জলাবদ্ধতা নিরসনের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এগুলো যদি না থাকে তাহলে আপনি কীভাবে জলাবদ্ধতার মতো বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করবেন?’
চসিক মেয়র বলেন, বর্তমানে যেসব মেশিনারিজ রয়েছে, সেগুলো ১৫-২০ বছরের পুরোনো। মেশিনারিজ না থাকায় বাইরে থেকে ১৫-২০ লাখ টাকায় একেকটা মেশিন ভাড়া নিতে হচ্ছে।
ডা. শাহাদাত আরও বলেন, ‘সিটি করপোরেশন সেবামূলক সংস্থা। সেখানে আমরা জনগণ থেকে নিয়ে নিয়ে কী সেবা দেব। আমরা কি মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেব? সেটা তো হতে পারে না।’
ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন গত ১৫-১৬ বছরে একেবারে নষ্ট হয়ে গেছে। গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। সেগুলো আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। সীমিত জনবল ও মেশিনারিজের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তবে আমাদের কাজ যেগুলো হয়েছে, সেগুলো ঠিকমতো যদি ক্লিক করে, তাহলে শহরে জলাবদ্ধতা ৫০-৬০ শতাংশ কমিয়ে আনতে পারব।’

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নালা সংস্কারকাজে যে বাজেট দেওয়া হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘৫ কোটি টাকা দেওয়া হয়েছে নালা পরিষ্কারের জন্য, আড়াই কোটি বক্স-কালভার্টের জন্য। সংস্কারকাজের জন্য এই ৮-১০ কোটি টাকাই দেওয়া হয়েছে। এর চাইতে বেশি কিছু দেয়নি। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য।’
‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত এসব কথা বলেন। জনসংযোগ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে আজ শনিবার সকালে চসিক মিলনায়তনে এই সেমিনার হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম, আমাদের ৩০০ কোটি টাকার মেশিনারিজ টুলস দেন। কিন্তু এসব যন্ত্রপাতি আমাদের দেওয়া হয়নি। জলাবদ্ধতা দূরীকরণের জন্য এসব মেশিনারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরকারি জিনিস। জলাবদ্ধতা নিরসনের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এগুলো যদি না থাকে তাহলে আপনি কীভাবে জলাবদ্ধতার মতো বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করবেন?’
চসিক মেয়র বলেন, বর্তমানে যেসব মেশিনারিজ রয়েছে, সেগুলো ১৫-২০ বছরের পুরোনো। মেশিনারিজ না থাকায় বাইরে থেকে ১৫-২০ লাখ টাকায় একেকটা মেশিন ভাড়া নিতে হচ্ছে।
ডা. শাহাদাত আরও বলেন, ‘সিটি করপোরেশন সেবামূলক সংস্থা। সেখানে আমরা জনগণ থেকে নিয়ে নিয়ে কী সেবা দেব। আমরা কি মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেব? সেটা তো হতে পারে না।’
ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন গত ১৫-১৬ বছরে একেবারে নষ্ট হয়ে গেছে। গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। সেগুলো আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। সীমিত জনবল ও মেশিনারিজের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তবে আমাদের কাজ যেগুলো হয়েছে, সেগুলো ঠিকমতো যদি ক্লিক করে, তাহলে শহরে জলাবদ্ধতা ৫০-৬০ শতাংশ কমিয়ে আনতে পারব।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪১ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে