Ajker Patrika

মাদ্রাসার মোহতামিম বললেন ছেলে গেছে বাড়িতে, ৩ দিন পর মিলল লাশ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৭: ৪০
মাদ্রাসার মোহতামিম বললেন ছেলে গেছে বাড়িতে, ৩ দিন পর মিলল লাশ

হোমনায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. সজীব (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।

সজীব আলীপুর কাদেরিয়া হাফেজিয়া সুন্নি মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র ছিল। সে উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিন ও শিক্ষক রুবেলকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সজীবের মা পারুল আক্তার বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তিনি ছেলের সঙ্গে কথা বলার জন্য মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিনের মোবাইলে ফোন করেন। তখন বলা হয়, সজীব এখন এখানে নেই। কাল শনিবার থেকে মাদ্রাসার ছুটি শুরু। সকালেই সজীব বাড়ি চলে যাবে। কিন্তু ছেলে বাড়ি না ফেরায় তিনি আবার ফোন করেন। তখন বলা হয়, সজীব নাকি বাড়িতে চলে গেছে।

পারুল আক্তার আরও বলেন, ‘এরপর আমি কান্নাকাটি করতে করতে মাদ্রাসায় গিয়ে মোহতামিমকে বলি, তাড়াতাড়ি আমার ছেলেরে আমার কাছে দেন। এর পর থেকে তিনি উল্টাপাল্টা কথা বলা শুরু করেন। পরে আমি থানায় মামলা করার কথা বললে মোহতামিম বাদী হয়ে সজীব নিখোঁজ হয়েছে মর্মে অভিযোগ দেন।’

তিনি বলেন, ‘এরপর মোহতামিম একবার বলেন সজীব সোনারামপুর আছে, আবার বলেন আরেক জায়গায় আছে। তাঁর কথামতো সব জায়গায় খুঁজেও কোথাও পাইনি। পরে আজ সকাল ১০টার দিকে আলীপুর গ্রামের লোকজন জলাশয়ে কচুরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। আমি আমার ছেলের বিচার চাই, যারা হেরে খুন করছে হেগ সবার ফাঁসি চাই।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে জলাশয় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিন ও সহকারী শিক্ষক রুবেলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে চাইলে হোমনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদ্রাসাছাত্রের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত